ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন চান ফারুকী

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৫:৪৯ অপরাহ্ন
সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন চান ফারুকী
বিনোদন ডেস্ক
অন্তর্র্বতী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত রবিবার সন্ধ্যায় তিনি শপথ নিয়েছেন। গত রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন আরো দুজন নতুন উপদেষ্টা। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। গত রোববার সন্ধ্যায় শপথগ্রহণের পর গত সোমবার প্রথম অফিস করেছেন ফারুকী। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিজের কর্মপরিকল্পনা। ফারুকী বলেন, ‘প্রথমে মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করব। আমাদের ফান্ডিং অবস্থা কেমন; বেতন, উন্নয়ন, প্রশিক্ষণ কোন খাতে কী পরিমাণ অর্থ যায়, জানার চেষ্টা করব। এরপর রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক একাডেমিগুলো আছে, সেগুলোর প্রধানদের নিয়ে আলোচনায় বসব। সেখানে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন। তাঁদের কাছ থেকে তিন মাসের একটি পরিকল্পনা জানতে চাইব। দৃশ্যমান কী পরিবর্তন করা যায়, সেদিকে নজর দেব। এরপর এক বছর মেয়াদে কী কী পরিবর্তন করতে পারি, কী কী প্রকল্প বাস্তবায়ন করতে পারি, যেটা আমাদের সংস্কৃতিতে বড় প্রভাব ফেলবে, সে পরিকল্পনা করব।’ ফারুকী মনে করেন, দেশের চলচ্চিত্রের অবস্থা দোলাচলের মধ্যে আছে। বিশেষভাবে এদিকটায় কাজ করতে চান তিনি। তাঁর ভাষ্য, ‘আমরা নতুন বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ করতে চাই। আর ফিল্ম ছাড়া সেটা সম্ভব নয়। ফিল্ম হলো কালচারাল ন্যারেটিভ নির্মাণের শক্ত হাতিয়ার।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার আগেই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন ফারুকী। নিজের পরিকল্পনাগুলো নিয়ে শিগগিরই তাঁর সঙ্গে পুনরায় বসবেন ‘টেলিভিশন’ নির্মাতা। বলেন, ‘আমার বিশ্বাস, তাঁর (প্রধান উপদেষ্টা) কাছ থেকে পূর্ণ সমর্থন পাব।’ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরো চারজন উপদেষ্টা অন্তর্র্বতী সরকারে যুক্ত হন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ