দৈনিক জনতার সার্কুলেশন সুপারভাইজার সান্টু খান ওরফে জিয়া মারা গেছেন। গতকাল সোমবার রাতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে জানা গেছে।
জিয়া গত ৩১ অক্টোবর রাত ১২ টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে শ্যামলীর অ্যালাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকাল সোমবার তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিয়ার মৃত্যুতে জনতার সম্পাদক গভীর শোক জানিয়েছেন। জনতা পরিবারের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনাও জানানো হয়েছে।

জনতার সার্কুলেশন সুপারভাইজার জিয়া মারা গেছেন
- আপলোড সময় : ১১-১১-২০২৪ ১০:৫৫:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৪:১৯:৩৯ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ