ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১০:৪৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১০:৪৩:৩৬ অপরাহ্ন
নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরের একাংশ ছেয়ে যায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ফুলে
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে একাধিক বামদলসহ বিভিন্ন সংগঠন। গতকাল রোববার সকালে বিভিন্ন বাম দলের ব্যানারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানানো সংগঠনগুলো হলো— বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট। এসময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘গুম-খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকে।
এর আগে গত শনিবার রাত থেকে শহীদ নূর হোসেন দিবস ঘিরে রাজধানীর জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয় তারা। রাতে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’ এমন বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে গতকাল রোববার সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে মারধর করা হয়। পরে তাদের পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সংঘাত এড়াতে সকালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে। পুলিশও সেখানে সতর্ক অবস্থান নেয়। এ এলাকায় যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। জনভোগান্তি এড়াতে অন্য সড়ক দিয়ে যান চলাচল অব্যাহত রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ।
এব্যাপারে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, এরশাদবিরোধী আন্দোলনে নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। নূর হোসেন দিবস উপলক্ষে গত শনিবার (৯ নভেম্বর) জিরো পয়েন্টে  বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। দলটি নিজস্ব ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর তা প্রতিহত করতে কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স