২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। অন্যদিকে ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। তিনি জানান, গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই তারিখ সবার সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি বিডিএস ২৮ ফেব্রুয়ারি
- আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:৫৭:৩১ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার