ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

সিন্ডিকেট ভাঙতে প্রকৃত জনপ্রতিনিধি দরকার : তারেক রহমান

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৪:৩৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৪:৩৬:৫১ অপরাহ্ন
সিন্ডিকেট ভাঙতে প্রকৃত জনপ্রতিনিধি দরকার : তারেক রহমান
বাজারের সিন্ডিকেট ভাঙতে হলে প্রকৃত জনপ্রতিনিধি দরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। ভোট হতে হবে। তিনি বলেন, ডামি নির্বাচন হতে পারবে না। দিনের ভোট রাতে হতে পারবে না। দিনের আলোতে নিরাপদে ভোট দিতে হবে। এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা ও দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। এই সেক্টরে বেশি মানুষ কাজ করছে। নারীদের বিশাল একটা অংশ কৃষির সঙ্গে জড়িত। খালেদা জিয়ার সময়ে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করা হয়েছিল। তিনি বলেন, বীজ ও সারের সমস্যা আছে, এটি সমাধান করা হবে। কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। ব্যাসিক খাবারগুলো আমাদের এই দেশেই উৎপাদন করতে হবে। কীভাবে কৃষি জমি বাড়াতে পারি এটা চিন্তা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়িয়ে ইনপুট নির্ভরতা কমাতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে শহীদ জিয়ার খাল খননের কর্মসূচি গ্রহণ করবো। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রতিটি পরিবার কষ্ট পাচ্ছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে কৃষকের জন্য কৃষক বিমা চালু করা, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা, সমবায় ভিত্তিক কৃষি চালু করা, জিডিপির আট পার্সেন্ট কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া গুরুতপূর্ণভাবে সমাধান করা হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, কৃষক দলের সাধারণ সম্পাদক পদ স্থগিত নেতা শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব, শফিকুর রহমান মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ