ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান আর্সেনালকে আনচেলত্তির হুমকি রিয়ালের সাথে জয় পেলো আর্সেনাল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে বড়ো জয় পেলো বাঘিনীরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা-হাসান আলি পারিশ্রমিক বকেয়া ইস্যুেত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পেলেন লিটন ও রিশাদ টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জেমস প্যামেন্ট নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা

ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলেন ভাবনা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৪ ০৮:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৪ ০৮:০৮:৩৭ অপরাহ্ন
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলেন ভাবনা ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলেন ভাবনা
বিনোদন ডেস্ক
দিন কয়েক আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাযেখানে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে কয়েকটি গরুছবিটির ক্যাপশনে ভাবনা লেখেন, ‘আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!এই ফাঁকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, ভাবনা একজন প্রাণীপ্রেমী হিসেবে পরিচিতনিজে যেমন বাসায় পোষ্য লালন-পালন করেন, আবার পথেঘাটে পড়ে থাকা প্রাণীর প্রতিও তার মায়া-মমতার ছাপ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমেফেরা যাক সেই গরুর ছবিতেএটি পোস্ট দেওয়ার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন ভাবনাযদিও তিনি পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেনকিন্তু নিস্তার মেলেনিহাজারো নেটিজেন শেয়ার করে তাকে নানা মন্তব্যে তুলোধুনা করছেনবিষয়টি নিয়ে কদিন চুপ থাকার পর অবশেষে মঙ্গলবার (৭ মে) প্রথম প্রহরে ব্যাখ্যা দিয়েছেন ভাবনাতিনি বলেন, “আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করিযখন কোনো দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করিআমার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানিসেদিন ছিল তীব্র দাবদাহ, গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণভাবে কাঁদছিলবোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিলছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমিছবিটির ক্যাপশন দিয়েছি আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!ব্যাস এতটুকুই! তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করাসামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে শুরু করলেন-আমি চামড়ার ব্যবসায়ী! আমি নিজে একটা গাভী! আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত! আরও কত নোংরা নোংরা কথা!ভাবনার মতে, তিনি কেবল অবলা প্রাণীর প্রতি মায়া থেকে কথাটি বলেছেনএখানে কোনো বিদ্বেষ কিংবা গরুর মাংস খাওয়ার বিরোধিতা করেননিতার ভাষ্য, ‘আমি কোথাও লিখিনি গরুর মাংস খাই না, বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন নাএকটা প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিকআর আমি প্রকৃতিপ্রেমী বা প্রাণীপ্রেমী কিনা সেটার প্রমাণ আমি কোথাও দেবো নাআমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না আমি কে?’ সবশেষে শিল্পীসুলভ অভিমান প্রকাশ করলেন ভাবনাবললেন, ‘অবশ্যই এই ছবিটি নিয়ে আমি আরও লিখবো, হয়তো কোন কবিতায় বা গল্পে বা অন্য কোথাও অথবা আমার পরবর্তী ক্যানভাসেশিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণআমার দিকে ছুড়ে দেওয়া সব তীর আমি সাদরে গ্রহণ করলামভাবনার এই ব্যাখ্যায় কারও কারও বোধোদয় হয়েছে বটেকিন্তু অনেকেই এখনও তার সমালোচনায় মেতে আছেতবে তারাও বিষয়টিকে উপলব্ধি করে সহজভাবে নেবেন বলে প্রত্যাশা এই অভিনেত্রীর
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য