ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা
দুই তরুণীকে পাচারের চেষ্টা

দুই চীনা নাগরিককে ছেড়ে দিয়েছে এভসেক

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০২:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০২:৫৮:৫৪ অপরাহ্ন
দুই চীনা নাগরিককে ছেড়ে দিয়েছে এভসেক
দুই বাংলাদেশি নারীকে চীনে পাচারের চেষ্টাকালে চীনের দুই নাগরিককে হাতেনাতে ধরার পরও ছেড়ে দিয়েছে বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিয়ন্ত্রিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। গত ২৬ অক্টোবর এ ঘটনা ঘটলেও তারা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘটনাটি ফাঁস হয়ে যায়। তবে এই ঘটনা জানেন না বলে জানিয়েছেন এভসেকের পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমি এই ঘটনা জানি না। আমরা বিমানবন্দরে সঠিকভাবে কাজ করছি। কোনও কোনও ক্ষেত্রে মামলাও হচ্ছে। কোনও ধরনের প্রতিবন্ধকতার মধ্যেও পড়ছি না। অনুসন্ধানে জানা যায়, গত ২৬ অক্টোবর দুই চীনা নাগরিক মে পেনগাই (পাসপোর্ট নম্বর ঊগ৪৪৮৩৭০৯) ও  তিয়ান জেংওয়েন (পাসপোর্ট নম্বর ঊঔ৪৩৭৪২৯৯) বাংলাদেশি দুই তরুণী মালিনা মারাক (১৯) (পাসপোর্ট নম্বর অ১৪৭৬৬৮৮৯), রানী আক্তার (২৬) (পাসপোর্ট নম্বর অ১৫২৭১৮৪৪) ডিপারচার এলাকায় চায়না ইস্টার্ন ফ্লাইটের চেক-ইন কাউন্টারের সামনে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় এভসেক সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ঘটনা জেনে চার জনকেই তাদের হেফাজতে নেন।
অনুসন্ধানে জানা যায়, ওই চার জন ছিল ২টা ৫৫ মিনিটে চায়না ইস্টার্ন ফ্লাইটের বহির্গমন যাত্রী। চীনের দুই নাগরিক রানী আক্তার ও মালিনা মারাককে বিভিন্ন লোভ দেখিয়ে বিয়ে করে চীনে নিয়ে যাচ্ছিল। ওই দুই তরুণী বিমানবন্দরে এসে একে অপরের সঙ্গে দেখা ও কথাবার্তা হওয়ার পর বুঝতে পারেন তাদের অসৎ উদ্দেশ্যে চীনে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা বিষয়টি অনুধাবন করার পর চাইনিজ যাত্রীদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান এবং বাগবিতণ্ডায় জড়ান।
এভসেকের সদস্য ও কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে দেয়ার নির্দেশ দেন। পরে তারা এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তা নিয়ে থানায় দেয়ার সাহায্য চাইলে এপিবিএন বিষয়টি মানবপাচার অপরাধ সংক্রান্ত হওয়ায় এভসেকের সদস্যদের মানবপাচার সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার অনুরোধ করেন। পাশাপাশি এপিবিএন’র অধিক্ষেত্রের বাইরের এলাকা হওয়ায় এভসেককেই আইনানুগ ব্যবস্থার বিষয়ে তাদেরই উদ্যোগী ভূমিকা পালন করা উচিত বলে জানানো হয়।
জানা যায়, ম্যাজিস্ট্রেট কোর্টও এপিবিএনের সঙ্গে একমত পোষণ করে বলেন, তাদের এখানে আইনগতভাবে কিছু করার নেই। এ সময় এভসেকের অফিসাররা কিছু সময় চান এবং সিআইডির মানবপাচার সেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে এভসেক দুই চীনা নাগরিক ও বাংলাদেশি দুই তরুণীকে এপিবিএন অফিসে রাখার অনুরোধ করেন। সে অনুযায়ী এপিবিএন জিডিমূলে অফিসে রাখা হয় (জিডি নম্বর ৩৩৮, তারিখ ২৬/১০/২০২৪)। পরে রাত ১১টার দিকে যাত্রীদের এভসেকের ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেনের (এভসেক-৫, শিফট-বি) কাছে হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে এভসেক কোনও আইনি পদক্ষেপ না নিয়ে বাংলাদেশি ও চীনা যাত্রীদের তাদের নিজ জিম্মায় ছেড়ে দেয়। তারা সবাই আগমনী ক্যানোপি-২ দিয়ে টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে চলে যান।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সিভিল অ্যাভিয়েশন এপিবিএনের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলার কারণে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনায় কোনও আইনি পদক্ষেপ নেয়া যায়নি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। তারা বলছেন, মাঝে মধ্যেই এভসেক সদস্যরা নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন। অনেক সময় তা চেপে যাওয়ারও চেষ্টা করছেন। দুই নিরাপত্তা বিভাগের মধ্যে সমন্বয় থাকলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হতো না।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স