ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

আজকের পরিবেশ আগামীকাল থাকবে না আদালতে আমু

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:০৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:০৬:২০ পূর্বাহ্ন
আজকের পরিবেশ আগামীকাল থাকবে না আদালতে আমু
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে এটা মনে করবেন না। আমরা একে অপরের ভাই ভাই। মিলে-মিশে থাকা উচিত। আমরা এক সাথে থাকবো। কেন দ্বন্দ্বে জড়াবো? তখন বিএনপির আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলেন, আমু ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন। পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করবো। নিজেরা নিজেরা কেন দ্বন্দ্বে জড়াবো। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শুনানিতে একথা বলেন আমির হোসেন আমু। বক্তব্যের শুরুতে আমির হোসেন বলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য। এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না। মামলা চলবে। ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন। আমি একজন রাজনিতিবিদ। রাজনৈতিক বক্তব্য দিতে গেলে দুই ঘণ্টা লেগে যাবে। এরপর ওমর ফারুক বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কি খবর নিয়েছিলেন সুপ্রিম কোর্ট, ঢাকা বারের? আইনজীবীরা তো ভালোই ছিল। কিন্তু নির্বাচনের সময় সিল মেরে ভোট নিয়ে গেছে, আইনজীবীদের মারধর করেছে। তখন তিনি কী ভূমিকা নিয়েছিলেন? পরে আমু বলেন, প্রথমবার যখন গোলমাল হয় আমি এর বিরোধিতা করি। ভোট দিতে আসিনি, বয়কট করেছি। পরে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। স্বৈরাচারী বাকশাল তৈরি করেন। রক্ষীবাহিনী গঠন করে ৩৫ হাজার জাসদ নেতা হত্যা করেছেন। যারা স্বাধীনতা আন্দোলনে সুফল ঘরে তুলতে চেয়েছিল তাদের রাজনীতি থেকে কোণঠাসা করেন। শেখ হাসিনাকে একইভাবে স্বৈরাচার করে তুলতে নিকৃষ্ট ভূমিকা পালন করেছেন। গুম, খুন, হত্যা, আয়নাঘরের কারিগর মূলত তারাই। তিনি বলেন, আবার ওয়ান ইলেভেনের সময় তারা আবার শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছে। চৌদ্দ দলের নেতা, যারা কোনো এলাকার মেম্বর হওয়ার যোগ্য, তারা মহাজোটের নামে ভন্ডামি করেছে। তাদের সমন্বয়ক ছিলেন তিনি। এ দলগুলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গণভবনের ৪ আগস্টের আলোচিত মিটিং করে হত্যার পরিকল্পনা করেছে। গণমাধ্যমের প্রতিবেদনে আমির হোসেন আমুর বিপুল অংকের টাকা, স্বর্ণের নৌকা উপহার নেওয়া, টাকার জাজিমে ঘুমানো ও লুটপাটের তথ্য তুলে ধরেন। ওয়াদুদ হত্যা মামলার পরিকল্পনাকারী হিসেবে আমির হোসেন আমু সরাসরি জড়িত উল্লেখ করে আমুর সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন। এসময় ওমর ফারুক ফারুকীর বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। পরে তাকে মারধর করে আদালত থেকে বের করে দেওয়া হয়। এ সময় আদালত কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন। এরপর আমুর পক্ষে অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত আমুর বক্তব্য শুনতে চান। উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গত বুধবার গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় নিহত আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স