দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের জয় ঘোষণা করেছেন এই রিপাবলিকান প্রার্থী। তবে এখনো জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট তিনি পাননি। জয়ের দ্বারপ্রান্তে থাকা ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময়ে মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার রানিংমেট জে ডি ভান্স।
ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে। এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেন তিনি।
ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন এবং তাকে ফার্স্টলেডি বলে ডাকেন।
ট্রাম্প মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন। বলেন, বইটি ‘আমেরিকার সর্বাধিক বিক্রীত’ বইয়ের একটি। তিনি (মেলানিয়া) দারুণ কাজ করেছেন। তিনি জনগণকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেন। নিজের সন্তানদের অভূতপূর্ব বলে উল্লেখ করে তাঁদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি প্রত্যেক সন্তানের নাম ধরে ডাকেন। তারা মঞ্চে এসে দাঁড়ান।
এরপর ট্রাম্প তার রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান এবং বলেন, তিনি (ভান্স) যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।
ট্রাম্প ও মেলানিয়া দম্পতির একমাত্র ছেলে এরিক ট্রাম্প বাবার বক্তব্য শুরু হওয়ার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবার একটি ছবি পোস্ট করেন। ছবিতে ট্রাম্পকে একটি কাগজে চোখ বুলিয়ে নিয়ে দেখা যাচ্ছে। সেখানে তার বক্তব্য লেখা ছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

চমৎকার জয় আমেরিকার স্বর্ণযুগ হবে
- আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১২:৫৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:৫৩:২৩ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ