ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

নোরাও শিকার হয়েছিলেন অনৈতিক প্রস্তাবের

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০৯:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০৯:৩৬:৪৬ অপরাহ্ন
নোরাও শিকার হয়েছিলেন অনৈতিক প্রস্তাবের
বিনোদন ডেস্ক
আইটেম গান আর নোরা ফাতেহি যেন একে অন্যের পরিপূরক। তিনি বলিউডে একের পর এক হিট আইটেম গান উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সব শ্রেণির দর্শকরাই তার নৃত্য ভীষণ পছন্দ করেন। নোরা কখনো ‘সাকি সাকি’ কখনো বা ‘দিলবার দিলবার’ গানের তালে রূপালি পর্দায় ঝড় তুলেছেন। বর্তমানে ব্যাপক দর্শকপ্রিয় এ অভিনেত্রীকে বলিউডে জায়গা করে নিতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ‘আইটেম গার্ল’ তকমা খুব সহজেই ধরা দেয়নি নোরার জীবনে। তবে শুরুকে অনেকেই বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিতেন। তবে তাদের এসব প্রস্তাব বেশির ভাগই ছিল সুযোগ সন্ধানী। শুধু তাই নয়, ক্যাটরিনার মতো হতে বাজে প্রস্তাবও দিয়েছিল কেউ কেউ। নোরা মাত্র ২২ বছরে মুম্বাইয়ের শোবিজে জায়গা করে নিতে কানাডা থেকে ভারতে আসেন। সিনেমায় অভিনয়ের জন্য তাকে একের পর এক অডিশন দিতে হয়েছে। শুরু কিছু কিছু কাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এ আইটেম গার্ল। এজন্য তাকে মানসিক ডাক্তারের সাহায্যও নিতে হয়েছিল। কিছুদিন আগে চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকার দেন নোরা ফাতেহি। এতে তার সংগ্রামী দিনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিকের গল্পও বলেছেন তিনি। নোরা ফাতেহি জানান, মুম্বাইয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য ছিল। বড় বড় প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়া কথা বলে বিপদের মধ্যে ফেলেছেন নোরাকে। নোরা আরও জানান, একটা সময় তার মনে হয়েছিল, অভিনয় জগতে কিছু করে উঠতে না পারলে বাড়ি ফিরে আবারও কলেজে ভর্তি হবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কইফ হতে চাই। ভয়ংকর পরিস্থিতি হয়েছিল’। নোরা অনেক মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন। এমনকি যশরাজের সিনেমার জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি। এ ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন নোরা। ওই অডিশন দেওয়ার পর নোরা ভেবেছিলেন দারুণ অভিনয় করেছেন। তিনিই কাজটি পাবেন তিনি। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। উল্টো যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, তিনি মোটেই ভালো অডিশন দেননি। নোরা ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। এক সময় শুরু করেন আইটেম গানের কাজ। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আইটেম গানেই তিনি পেয়েছেন যশ, খ্যাতি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য