ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

তাপসের পক্ষে নিয়ে সমালোচনার মুখে ঐশী

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০৬:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০৬:৪৯:৪৯ অপরাহ্ন
তাপসের পক্ষে নিয়ে সমালোচনার মুখে ঐশী
বিনোদন ডেস্ক
গ্রেফতার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাপস গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চলছে। এদিকে, তাপস গ্রেফতার হওয়া নিয়ে মুখ খুললেন গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। গত সোমবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঐশী। লেখার শুরুতে জীবনের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম।’ সংগীতশিল্পী তাপসের প্রশংসা করে ঐশী বলেন, ‘আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। নিজে একা না দেখে, মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’ সংগীতাঙ্গনের কারো নাম উল্লেখ না ইঙ্গিতপূর্ণভাবে ঐশী বলেন, ‘উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। ভাই, আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাইচা নাইচা গান শুনাইতেন। হা হা! সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত এগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আকামকুকাম করতে অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’ সব রহস্য উন্মোচন করার দাবি জানিয়ে ঐশী বলেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কি! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন। নাহলে বৈষম্যই তো হইল, লাভটা কি হইলো তাহলে?’ নেটিজেনদের বড় একটি অংশ ঐশীর এসব বক্তব্য সমর্থন করেননি। বরং যুক্তি কিংবা কড়া ভাষায় ঐশীর সমালোচনা করেছেন। শুধু তাই নয়, ভার্চুয়ালি তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছেন গায়িকা নিজেও। অবশ্য, তাকে সমর্থন করে গায়িকা রন্টি দাসসহ কয়েকজনকে মন্তব্য করতে দেখা গেছে। সৈয়দ রেজা আলী লেখেন, ‘আপু এটা কোনোভাবেই মানতে পারছি না।’ এর জবাবে ঐশী লেখেন, ‘মানুষের কমেন্ট দেখেন ভাইয়া। আমাকে কি বলে, পাগল-ছাগলের দেশ।’ জাকির নামে একজন লেখেন, ‘নাটক কম করেন পিও। তাপসের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যারা বিপদে পড়েছেন, তারা কি জানতেন যে তাপস গানের নামে আসলে ‘সাপ্লাই চেইন’ ম্যানেজমেন্টে মাস্টারি করছিলেন?’ জবাবে ঐশী লেখেন, ‘না ভাই, আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছিলাম। আপনি পড়বেন? আসেন মাস্টারি করি।’ মর্তুজা রহমান লেখেন, ‘আপু তিনি গান বাজনার আড়ালে কি করত তাও একটু দয়া করে পরবর্তী স্ট্যাটাসে ব্যাখ্যা করবেন।’ এ বিষয়ে অনুরূপ আইচ লেখেন, ‘এ আড়ালের ব্যাপার নিয়ে মামলা হলে তো ভালো হতো। সত্য-মিথ্যা কিছু একটা জানা যেত। এখন মামলা দিয়েছে, তাপস নাকি নিজে গুলি করে ছাত্র হত্যা করেছে! যাইহোক, মামলা শেষে হয়তো জানা যাবে, সে নিজে গুলি করেছে কিনা।’ তা ছাড়া ঐশীর আয়রোজগার নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য