শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুটি মোটর সাইকেলের চার আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ওসি আকরাম হোসেন জানান।
নিহতরা হলেন-পদ্মা দক্ষিণ থানার ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (৩০), আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২৫), ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (২৮) ও একই গ্রামের এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর। ওসি আকরাম বলেন, পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটর সাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজনের এবং নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
