ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণঅভ্যুত্থানের ভুয়া মামলা বাণিজ্য গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট স্মার্ট পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে আটাব-আরেফ মালয়েশিয়ায় আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি উৎপাদনশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স শিল্পখাত আ’লীগ সরকারের সুবিধাভোগী জসিম মোল্লা এখন বিএনপি নেতা ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ? দেশ গঠনে কোনও আপস করবো না -নাহিদ এবার অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদ বিশিষ্ট নাগরিকদের মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর শঙ্কা পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণে গণভোট করার দাবি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১২:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১২:৫১:৫৫ পূর্বাহ্ন
রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণে গণভোট করার দাবি

রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করতে গণভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। একই সঙ্গে সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের দাবিও জানানো হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বিপ্লব, বিপ্লবী সরকার, আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল।
তিনি বলেন, বিগত স্বৈরশাসককে আরও দুর্বল করতে হবে। সেজন্য সরকারকে নিজেদের বিপ্লবী সরকার ঘোষণা দেয়া, সংবিধান বাতিল করা; পূর্বের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে অপসারণ; স্বৈর শাসনের জন্য দায়ী সব ব্যক্তিদের বিচারের মুখামুখি করা এবং বিচার কাজ সম্পন্ন করা; ভারতের সঙ্গে সব বৈষম্যমূলক চুক্তি বাতিল করা এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নিজেদের বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করার দাবি জানান নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, এই সরকারকে নিজেদের বিপ্লবী সরকার বলে ঘোষণা দিতে হবে। এতো রক্ত ঝরার পরে, এত ছাত্র-জনতা পঙ্গু হওয়ার পরে আবারও আমরা সেই চর্বিত চর্বনে শপথ নিলাম। দ্বিতীয়ত, সংবিধান বাতিল করতে হবে। বিপ্লবী সরকার হয়ে গেলে এমনিতেও আর সংবিধান থাকবে না। তিনি বলেন, দেশটা এখন যেভাবে চলছে, দীর্ঘদিন ধরে অসংগতির মধ্যে ছিলাম, এখনও তেমন চলছে। আমাদের আশা আকাক্সক্ষা এখনো এ সরকার পূরণ করতে পারছে না। রাজনৈতিক মামলাগুলো এখনো তুলে নেয়া হয়নি, যে সমস্ত আইনজীবীরা সরকারের দালাল ছিলেন তারা এখনো আদালতে আসা-যাওয়া করে। তাদের অপরাধের বিচার করে তাদের সনদ বাতিল করতে হবে যাতে তারা আর আইন অঙ্গনে ঢুকতে না পারে। আব্দুল জব্বার প্রস্তাব করে বলেন, নবাব সলিমুল্লাহ আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমরা তার নামে অন্তত একটি রাস্তার নামকরণ করার কথা বলেছিলাম। আমি প্রস্তাব করছি, পল্টন থেকে তাঁতীবাজার পর্যন্ত রাস্তাটি নবাব সলিমুল্লাহ’র নামে ঘোষণা করা হোক। সভায় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশ হচ্ছে একটা সোনার থালা। সেই মধ্যযুগেও ইউরোপ থেকে এখানে আসার জন্য তারা উদগ্রীব থাকতো। আজকে সেই দেশকে ভিখারির দেশ বানিয়েছি আমরা। এই দেশে যাতে আর কোনো দৈত্য, স্বৈরাচার ক্ষমতায় না বসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ভারত এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন, বিপ্লব, সংগ্রাম ৩৫ দিনের নয়, গত ১৬ বছর ধরেই চলছে। সরকারের কয়েকজন ছাড়া এই সরকারের আর কেউ রাস্তায় ছিল না। তাই এই সরকার বিপ্লবী সরকার নয়। গত ৫ তারিখে যে বিজয় এসেছে তাতে যদি আমরা খুশি হয়ে যাই তাহলে বড় ভুল করছি। ভারতের ‘র’এর পরিকল্পনায় এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কখনো বিপন্ন হতে দেব না। এ সময় দার্শনিক আবু মহী মূসা, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, ভারতীয় বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল ওয়ার্সী, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের মহাসচিব ইকবাল হাসান স্বপন, ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেন খান মজলিস প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স