ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেঙ্গু পরিস্থিতি

তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের বছর

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৫:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৫:২০:০৮ অপরাহ্ন
তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের বছর
এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জন, মৃত্যু হয়েছে ৩১৪ জনের


দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জনে।
এইডিস মশাবাহিত এই রোগে নিয়ে বাংলাদেশে এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। চারবছর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিল এবং ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। এতে এ বছর মোট ৩১৪ জনের মৃত্যু হল।
এদিন সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪০ জন, ঢাকা বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহে ৩১ জন, চট্টগ্রামে ২১৪ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১১৮ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এসময়ে যারা মারা গেছেন তাদের দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত এ বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৪৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১১২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯১৬ জন এবং ২১৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৭ হাজার ৫৬৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯০৪ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নভেম্বরের প্রথম তিন দিনে ২৬৫৪ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ