ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের
কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কারখানা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছিল

গাজীপুরে তুসুকা গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৯:২২ অপরাহ্ন
গাজীপুরে তুসুকা গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার তুসুকা গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার সকালে কারখানার সামনে এ সংক্রান্ত নোটিস সাঁটিয়ে দেওয়া হয়।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড ও তুসুকা ওয়াশিং লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করে, গত শনিবার থেকে শ্রমিকদের একটি দল বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে ধর্মঘট শুরু করে।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকালে হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। পরে কারখানার প্রধান গেইটে এসে জড়ো হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন।
কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও শ্রমিকরা তা উপেক্ষা করেন।
শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ করেন, যা দাঙ্গা-হাঙ্গামা ও মারামারির মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইনের আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। কারখানার কর্মকর্তা, কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুসুকা গ্রুপ বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
তুসুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানাগুলো পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল আজ কিছু কারখানায় হামলা চালানোর পরিকল্পনা আছে। ফলে শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে শ্রমিকদের অনেকে বলছেন, তারা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ কিছু সুযোগ-সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, বেশকিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করতে পারেনি।
ফলে কর্তৃপক্ষ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য