ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কারখানা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছিল

গাজীপুরে তুসুকা গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৯:২২ অপরাহ্ন
গাজীপুরে তুসুকা গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার তুসুকা গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার সকালে কারখানার সামনে এ সংক্রান্ত নোটিস সাঁটিয়ে দেওয়া হয়।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড ও তুসুকা ওয়াশিং লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করে, গত শনিবার থেকে শ্রমিকদের একটি দল বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে ধর্মঘট শুরু করে।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকালে হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। পরে কারখানার প্রধান গেইটে এসে জড়ো হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন।
কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও শ্রমিকরা তা উপেক্ষা করেন।
শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ করেন, যা দাঙ্গা-হাঙ্গামা ও মারামারির মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইনের আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। কারখানার কর্মকর্তা, কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুসুকা গ্রুপ বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
তুসুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানাগুলো পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল আজ কিছু কারখানায় হামলা চালানোর পরিকল্পনা আছে। ফলে শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে শ্রমিকদের অনেকে বলছেন, তারা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ কিছু সুযোগ-সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, বেশকিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করতে পারেনি।
ফলে কর্তৃপক্ষ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ