ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের
উদ্দেশ্যপ্রণোদিত দাবি আসামিদের

ঢাকায় মামলা আসামি লালমনিরহাটের

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৫:১৬:২৩ অপরাহ্ন
ঢাকায় মামলা আসামি লালমনিরহাটের
ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় লালমনিরহাটের বেশ কয়েকজন স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে। ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এই মামলাটি করা হয়েছে। আসামি পক্ষের দাবি, এ মামলা রাজনৈতিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এই ঘটনায় লালমনিরহাটের সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
গত ৬ আগস্ট ঢাকার লালবাগ এলাকায় সংঘর্ষের সময় নিহত হন শিক্ষার্থী শাহিনুর আলম। তিনি লালমনিরহাটের বড়বাড়ী এলাকার খেদাবাগ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এই ঘটনার পর শাহিনুরের ভাই মো. মাজেদুল ইসলাম ২৭ আগস্ট লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ১০। মামলায় লালমনিরহাটের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ ৭৩ জন স্থানীয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ জুন শাহিনুর ঢাকায় আসেন। এরপর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন। ৪ আগস্ট সরকারের পক্ষ থেকে আন্দোলন দমাতে কারফিউ জারি করা হয়। আন্দোলনের সমন্বয়ক লংমার্চের ডাক দিলে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের সৃষ্টি হয়। সরকারের নির্দেশে লালমনিরহাট থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নেন। মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকায় এসে তারা (লালমনিরহাটের নেতাকর্মীরা) গোপন বৈঠক করে আন্দোলন দমনের পরিকল্পনা করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু লালবাগ এলাকায় পরদিনও দুর্বৃত্তরা সংঘর্ষ চালায়।
৬ আগস্ট ভোরে শাহিনুরকে লালবাগ এলাকায় এজাহারে উল্লেখিত ব্যক্তিরা গুলি করে হত্যা করে বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে শাহিনুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় তার দাফন সম্পন্ন হয়।
তবে শাহিনুরের পিতা আব্দুল জাব্বার এক অঙ্গীকারনামায় লিখেছেন, তার ছেলে ঢাকায় একটি অটোরিকশা গ্যারেজে থাকতেন এবং অটো চালানোর কাজ করতেন। ৬ আগস্ট ফজরের নামাজ শেষে গ্যারেজে ফেরার সময় লালবাগ থানার সামনে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়।
আসামিপক্ষ বলছে, এই মামলা মিথ্যা এবং তাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, শুধুমাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে নির্দোষ ব্যক্তিদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, স্থানীয় বিএনপির এক নেতার ইন্ধোনেই এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার কারণে আসামিরা মানসিক, সামাজিক ও আর্থিক চাপে আছেন। এই মামলার খরচ বহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিকভাবে পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এর পরিচালক রমজান আলী সুজন বলেন, আমাদের এলাকার অনেকেই রাজনীতি করেন না, তবুও তাদের নাম মামলায় জড়ানো হয়েছে, যা আতঙ্কের সৃষ্টি করেছে।
মামলার বাদী মো. মাজেদুল ইসলাম বলেন, আমার ভাইকে হারিয়েছি, তার জন্য ন্যায়বিচার চাই। যারা এই নৃশংস ঘটনায় জড়িত, তাদের শাস্তি দাবি করছি।
লালবাগ থানার ওসে কেশনু মারমা জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং ন্যায়বিচারের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
এদিকে, অনেকেই তাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। তারা এই ঘটনায় নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এবং সকল অভিযোগ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম স্বপন বলেন, ৬ আগস্ট আমি লালমনিরহাটেই ছিলাম এবং সেখানেই দাপ্তরিক কাজ পরিচালনায় ব্যস্ত ছিলাম। ঢাকায় সংঘটিত ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে।
তার মত আরও অনেক আসামি দাবি করছেন, তারা ওই সময় ঢাকায় উপস্থিত ছিলেন না।
আসামিদের দাবি, স্থানীয় বিএনপির একটি মহল তাদের রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করেছে।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, মামলাটি আমাদের সম্মানহানি এবং রাজনীতিতে আমাদের অবস্থান দুর্বল করার উদ্দেশ্যেই করা হয়েছে।
এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে লালমনিরহাটের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা মামলায় অন্তর্ভুক্ত নির্দোষ ব্যক্তিদের মুক্তি এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট