ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন সাবেক মন্ত্রী আনিসুল হক আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি-আলী রীয়াজ লেনদেনের মাধ্যমে শিশু হাসপাতালে চিকিৎসক নিয়োগ হয়েছে-ডা. খালিদুজ্জামান তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায় টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে-শারমীন এস মুরশিদ জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে -প্রধান উপদেষ্টা প্রস্তুত এসএসসির ফল, প্রকাশ শিগগিরই প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা

রাঙামাটিতে বিধিনিষেধ তুলে নেয়ায় প্রাণ ফিরছে পর্যটনে

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:১৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:১৫:৪৭ পূর্বাহ্ন
রাঙামাটিতে বিধিনিষেধ তুলে নেয়ায় প্রাণ ফিরছে পর্যটনে
প্রায় এক মাস বন্ধ থাকার পর রাঙামাটিতে পর্যটকেরা আসতে শুরু করেছেন। ২৪ দিন পর ১ নভেম্বর থেকে জেলা প্রশাসন রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতকরণের নির্দেশনা তুলে নেয়। ফলে গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কাপ্তাই হ্রদসহ বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে। তবে খাগড়াছড়ি হয়ে যেতে হয় বলে বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে এখনো পর্যটকেরা আসতে পারছেন না। ৫ নভেম্বর খাগড়াছড়ি জেলা থেকেও বিধিনিষেধ তুলে নেওয়ার কথা রয়েছে বলে জানা যায়। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বিধিনিষেধ প্রত্যাহারের পর পর্যটকেরা আসতে শুরু করেছেন। তবে এখনো আগের মতো আসছেন না। মানুষের প্রস্তুতিও দরকার। আগামী দু-এক সপ্তাহে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। এরপর থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ, আসামবস্তি-কাপ্তাই সড়কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়ে। এতে জেলার পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট, ব্যবসায়ী, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট কটেজের ওপর নির্ভরশীল হাজারো মানুষ কার্যত বেকার হয়ে পড়েন। পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলন করে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধ তুলে নেয় জেলা প্রশাসন। এতে ১ নভেম্বর থেকে পর্যটকেরা নির্ভয়ে ভ্রমণে আসতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। ফলে বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকেরা আগাম বুকিং নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। রাঙামাটি আবাসিক হোটেল-কটেজ মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, ‘অনেক দিন পর পর্যটকেরা রাঙামাটি বেড়াতে আসার প্রস্তুতি নিচ্ছেন। আমরাও সেভাবে তাঁদের বরণের জন্য প্রস্তুত। আশা করছি, ভবিষ্যতে সাপ্তাহিক ছুটিগুলোতে পর্যটকে ভরে উঠবে জেলার পর্যটনকেন্দ্রগুলো।’ উল্লেখ্য, রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর জরুরি আইনশৃঙ্খলা সভায় ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ৩ অক্টোবর পর্যন্ত নিরুৎসাহিতকরণের সময় বাড়ানো হয়। সর্বশেষ ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২৪ দিন সাজেকসহ রাঙামাটি জেলায় পর্যটক ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়। রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের নৌঘাটের ব্যবস্থাপক মো. ফকরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আমাদের ঘাটে ১৫টি নৌযান ভাড়া হয়েছে। গত শনিবারও বেশ কিছু নৌযান ভাড়া হয়েছে। আশা করছি, ধীরে ধীরে আরও নৌযান ভাড়া বাড়বে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায়

আইএমইডিতে ৪ কোটি টাকার কাজ করেছে ২৬ কোটি টাকায়