ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ফুটবলারদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৫:১৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৫:১৭:০১ অপরাহ্ন
ফুটবলারদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রধান ফুটবলারদের কাছে এসব সমস্যার লিখিত বিবৃতি চেয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, অনুশীলন এবং আবাসন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় গতকাল শনিবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের সংবর্ধনা দিয়েছেন মুহাম্মদ ইউনূস।
অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে নারী ফুটবল দলটি।
ওই অনুষ্ঠানের ফাঁকে মেয়েরা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে, তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়া সাফজয়ীদের সঙ্গে মুহাম্মদ ইউনূস প্রাতঃরাশেও অংশ নেন।
প্রধান উপদেষ্টা এ সময় দলের সব সদস্যের ফুটবল ও সই করা জার্সি উপহার দিয়েছেন বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
সংবর্ধনা শেষে নারী ফুটবল দল বেরিয়ে যাওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
তিনি বলেন, নারী ফুটবল দলের সদস্যরা আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোর বিষয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন। এখানে আলোচনা খুব খোলামেলা হয়েছে। আলোচনার সবকিছুই আমরা অ্যাড্রেস করব।
তাই সবাইকে সমস্যাগুলো আরও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা দুই-তিনদিনের মধ্যে সেটা দেবেন বলে জানিয়েছেন। আমি প্রধান উপদেষ্টাকে সেটা পৌঁছে দেব।’
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে গত বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা সজীব সাংবাদিকদের জানিয়েছেন, নারী ফুটবলাররা বলেছেন, সারাবছর ধরে ক্যাম্প চালানো হয়েছে বলেই সাফল্য ধরা দিয়েছে। তাই বছরজুড়ে ক্যাম্প চালিয়ে যাওয়ার অনুরোধ ফুটবলাররা করেছেন বলে জানান আসিফ।
নারী ফুটবল দলের অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বলে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, তাদের পরিবারের অনেক বিষয় আছে, রাস্তাঘাটের বিষয় আছে। যেখানে সরকারের বিভিন্ন অঙ্গ জড়িত। তারা সেটা সমাধানের জন্য কাজ করবে।
প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।
বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দল ও ফুটবলে সমস্যাগুলো সমাধান করা হবে বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
সংবর্ধনায় সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও বাফুফে কর্মকর্তাদের আমন্ত্রণ না জানানোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাফুফের সভাপতি দেশে ছিলেন না। যে কারণে তাদের কেউ নেই। আমাদের কাছে যে ২৫ জনের তালিকা এসেছিল, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।
খেলোয়াড়দের ফ্ল্যাটের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসিফ বলেন, প্রধান উপদেষ্টার কাছে ওনারা এ বিষয়ে কিছু বলেন নি। তাদের লিখিত দাবির মধ্যে বিষয়টি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বাইরে থেকে ক্রিকেট টিমের অনেক পিআর দেখি, কিন্তু তাদেরও সমস্যা আছে। ছোট ছোট সমস্যা অ্যাড্রেস করা হয়নি।
খেলোয়াড়রা খেলাধুলার মূল স্টেকহোল্ডার জানিয়ে আসিফ বলেন, তারাই অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করব।
নারী ফুটবল দলের বকেয়া বেতনের বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে। বাফুফেতে এতদিন কাজী সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল, এখন নতুন কমিটি এসেছে, তাদের নিয়ে ওয়ার্কআউট করব। যাতে করে ভবিষ্যতেও কখনো বেতন বকেয়া না হয়।
উপদেষ্টা বলেছেন বাফুফের বিরাট অংকের ঋণের তথ্য সামনে এসেছে।
আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স