ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা কি সন্ত্রাসী কাজ, প্রশ্ন সাংবাদিক পান্নার মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে- ড. কামাল হোসেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- আমির খসরু বরখাস্ত আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনে যাবে পল্লীবিদ্যুৎ কর্মরতরা সাভারে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী সাপের কামড়ে মৃত্যু বাড়ছে, প্রতিষেধক তৈরির উদ্যোগ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ নিশ্চিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা কাটছে না গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ
আমাদের দেশের মানুষ সাফল্য চায়, আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন, বলেন সরকারপ্রধান

সাফজয়ীদের কথা শুনলেন ইউনূস, দাবি পূরণের আশ্বাস

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৫:০৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৫:০৭:৪২ অপরাহ্ন
সাফজয়ীদের কথা শুনলেন ইউনূস, দাবি পূরণের আশ্বাস
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশের নারী খেলোয়াড়দের স্বপ্ন ও রোজকার সংগ্রামের কথা শোনার পাশাপাশি তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তাদেরকে আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা আলাদাভাবে লিখে সরকারপ্রধানের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, আপনারা যা কিছু লিখতে চান, দ্বিধা করবেন না। আমরা আপনাদের চাহিদাগুলো পূরণের চেষ্টা করব।
যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের দাবি পূরণের চেষ্টা করব। এখনই যদি কিছু সমাধান করা যায়, আমরা এখনই তা করব।
গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, এই সাফল্যের জন্য পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাই। জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
আমাদের দেশের মানুষ সাফল্য চায়, আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে গত বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
পরদিন বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়।
সরকারপ্রধানের তরফে শনিবার সংবর্ধনা দেওয়ার জন্য ডাকায় তাকে ধন্যবাদ জানান অধিনায়ক সাবিনা খাতুন।
তিনি বলেন, অনেক বাধা অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি। শুধু নারী ফুটবল দলই নয়, সাধারণভাবে বাংলাদেশের নারীরা অনেক সংগ্রামের মুখোমুখি হন।
২০০৯ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা সাবিনা যেমন তার আগের প্রজন্মের অবদান স্মরণ করেন, তেমনই তাদের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, তাদের মধ্যে অনেকেই সাধারণ পটভূমি থেকে এসেছেন এবং পরিবারকে সমর্থন করা দরকার।
আমাদের বেতন আমাদের খুব একটা সহায়তা করতে দেয় না, কারণ আমরা খুব বেশি পাই না।
মারিয়া মান্ডার মতো তার কয়েকজন সতীর্থের সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি।
নারী ফুটবলারদের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে আসা মারিয়া শৈশবে বাবাকে হারিয়েছেন। মা সংগ্রাম করে তাকে বেড়ে তুলেছেন।
সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার গ্রামটি থেকে সাফজয়ী দলেই আছেন ছয়জন খেলোয়াড়।
উইঙ্গার কৃষ্ণা রাণী সরকার ঢাকায় তাদের আবাসন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।
কোচ পিটার বাটলার, ব্যবস্থাপক মাহমুদা আক্তার, উপদেষ্টা আসিফ মাহমুদ, সুপ্রদীপ চাকমা, বিধান চন্দ্র রায় ও নূরজাহান বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স