ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ আজ মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা কি সন্ত্রাসী কাজ, প্রশ্ন সাংবাদিক পান্নার মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে- ড. কামাল হোসেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- আমির খসরু বরখাস্ত আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনে যাবে পল্লীবিদ্যুৎ কর্মরতরা সাভারে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার অপহরণকারী সাপের কামড়ে মৃত্যু বাড়ছে, প্রতিষেধক তৈরির উদ্যোগ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ নিশ্চিত হচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাস নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা কাটছে না গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

৮ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন রাজা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৯:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৯:৫০:৩৩ অপরাহ্ন
৮ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন রাজা ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন রাজা
স্পোর্টস ডেস্ক
গতিময় ফুল লেংথ ডেলিভারিতে রিপন মণ্ডলের অফ স্টাম্প উপড়ে দিলেন রেজাউর রহমান রাজাএবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন তিনিতবে তার উইকেটের ক্ষুধা মিটল না এতেশিকারী হয়ে ছুটলেন তিনি আরওস্টাম্প উপড়ে দিলেন, ব্যাটসম্যানদের ভোগালেন তরুণ এই পেসারআগুনে বোলিংয়ে দেশের লিস্ট এ ক্রিকেটের রেকর্ড গড়ে একাই উইকেট নিলেন ৮টি! ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬.৩ ওভারে ২৩ রানে ৮ উইকেট নেন রাজাশেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রাজার এই বোলিং পারফরম্যান্সই দেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের সেরাএত দিন ধরে রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাতের২০১৮ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসারপ্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতে দশম ওভারে আক্রমণে আনা হয় রাজাকেএর আগেই শেখ জামালের দুই ওপেনারকে ফেরান পেসার হাসান মাহমুদপরে আর কোনো বোলারকে সুযোগ দেননি রাজাএকাই নেন বাকি সব উইকেটপ্রথম বলেই শরীর তাক করা বাড়তি লাফানো ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফজলে মাহমুদওভারের শেষ বলে অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ধরা পড়েন সাকিব আল হাসানপ্রথম বলেই আউট হন অভিজ্ঞ অলরাউন্ডারপরের ওভারেও রাজার জোড়া আঘাতঅফ স্টাম্পের বাইরে শর্ট ডেলিভারি কাট করে সোজা ডিপ পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ দেন নুরুল হাসান সোহানএক বল পর তাইবুর রহমানের অফ স্টাম্প উড়িয়ে দেন রাজাস্রেফ ৪ রানে ৪ উইকেট হয়ে যায় তারতৃতীয় ওভারে রিপনকে ফিরিয়ে পূর্ণ হয় রাজার ৫ উইকেটপরে চমৎকার এক ডেলিভারিতে আবেদুর রহমানকে বোল্ড করেন ২৪ বছর বয়সী পেসারঅফ স্টাম্প বাতাসে ডিগবাজি খেয়ে উইকেটকিপারের কাছে গিয়ে পড়েপঞ্চাশের আগে অল আউটের শঙ্কায় পড়ে যায় শেখ জামালইয়াসির আলি চৌধুরির ব্যাটে কিছু রান পায় তারারাজার লাফিয়ে ওঠা ডেলিভারি পুল করতে গিয়ে মিড অফে ক্যাচ দেন ইয়াসিরপরে শফিকুল ইসলামকে ফিরিয়ে রেকর্ড গড়েন রাজারাজার রেকর্ডগড়া বোলিংয়ের দিন ৭১ রানে গুটিয়ে যায় শেখ জামাল২৭০ রানের পুঁজি নিয়ে ১৯৯ রানের জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংকসব মিলিয়ে লিস্ট  ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া ১৭তম বোলার রাজা৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট।  বিশ্ব ক্রিকেটে এই সংস্করণে রাজার অবস্থান ষষ্ঠ২০১৮ সালের ভিজায় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে স্রেফ ১০ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে ঝাড়খাণ্ডের বাঁহাতি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য