স্পোর্টস ডেস্ক
গতিময় ফুল লেংথ ডেলিভারিতে রিপন মণ্ডলের অফ স্টাম্প উপড়ে দিলেন রেজাউর রহমান রাজা। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। তবে তার উইকেটের ক্ষুধা মিটল না এতে। শিকারী হয়ে ছুটলেন তিনি আরও। স্টাম্প উপড়ে দিলেন, ব্যাটসম্যানদের ভোগালেন তরুণ এই পেসার। আগুনে বোলিংয়ে দেশের লিস্ট এ ক্রিকেটের রেকর্ড গড়ে একাই উইকেট নিলেন ৮টি! ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬.৩ ওভারে ২৩ রানে ৮ উইকেট নেন রাজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রাজার এই বোলিং পারফরম্যান্সই দেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের সেরা। এত দিন ধরে রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতে দশম ওভারে আক্রমণে আনা হয় রাজাকে। এর আগেই শেখ জামালের দুই ওপেনারকে ফেরান পেসার হাসান মাহমুদ। পরে আর কোনো বোলারকে সুযোগ দেননি রাজা। একাই নেন বাকি সব উইকেট। প্রথম বলেই শরীর তাক করা বাড়তি লাফানো ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফজলে মাহমুদ। ওভারের শেষ বলে অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ধরা পড়েন সাকিব আল হাসান। প্রথম বলেই আউট হন অভিজ্ঞ অলরাউন্ডার। পরের ওভারেও রাজার জোড়া আঘাত। অফ স্টাম্পের বাইরে শর্ট ডেলিভারি কাট করে সোজা ডিপ পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। এক বল পর তাইবুর রহমানের অফ স্টাম্প উড়িয়ে দেন রাজা। স্রেফ ৪ রানে ৪ উইকেট হয়ে যায় তার। তৃতীয় ওভারে রিপনকে ফিরিয়ে পূর্ণ হয় রাজার ৫ উইকেট। পরে চমৎকার এক ডেলিভারিতে আবেদুর রহমানকে বোল্ড করেন ২৪ বছর বয়সী পেসার। অফ স্টাম্প বাতাসে ডিগবাজি খেয়ে উইকেটকিপারের কাছে গিয়ে পড়ে। পঞ্চাশের আগে অল আউটের শঙ্কায় পড়ে যায় শেখ জামাল। ইয়াসির আলি চৌধুরির ব্যাটে কিছু রান পায় তারা। রাজার লাফিয়ে ওঠা ডেলিভারি পুল করতে গিয়ে মিড অফে ক্যাচ দেন ইয়াসির। পরে শফিকুল ইসলামকে ফিরিয়ে রেকর্ড গড়েন রাজা। রাজার রেকর্ডগড়া বোলিংয়ের দিন ৭১ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ২৭০ রানের পুঁজি নিয়ে ১৯৯ রানের জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। সব মিলিয়ে লিস্ট ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া ১৭তম বোলার রাজা। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। বিশ্ব ক্রিকেটে এই সংস্করণে রাজার অবস্থান ষষ্ঠ। ২০১৮ সালের ভিজায় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে স্রেফ ১০ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে ঝাড়খাণ্ডের বাঁহাতি ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
