ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার রাজধানীতে ছুরিকাঘাতে আহত ৩ হাসপাতালের বারান্দায় জন্ম দুই নবজাতকের একজনের মৃত্যু আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না- রিজভী দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান

বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১৭:১৫ অপরাহ্ন
বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ বগুড়া-সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কে গাছশূন্য ॥ তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
বগুড়া প্রতিনিধি
বগুড়া থেকে সারিয়াকান্দি ২০ কিলোমিটার সড়কের পাশে নেই গাছসড়কটি সংস্কারে ৯০ দশকে লাগানো গাছগুলো কাটা হলেও নতুন করে কোনো উদ্যোগ নেয়া হয়নিদীর্ঘ এই এলাকাজুড়ে গাছ না থাকায় তাতে পাখপাখালি যেমন বসবাস করতে পারে না, তেমনি প্রচণ্ড এ তাপপ্রবাহে পথচারীরাও আশ্রয় নিতে পারছেন না ছায়াতেফলে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া থেকে সারিয়াকান্দি সড়কে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার লাখো মানুষ বগুড়া জেলা সদরে যাতায়াত করেনপ্রতিদিন এই সড়কে বিভিন্ন ধরনের কয়েক হাজার যানবাহন চলাচল করে থাকে১৯৯৩ সালে ২০ কিলোমিটার সড়কের দুপাশে কয়েক হাজার বনজ বৃক্ষ রোপণ করা হয়
এ গাছগুলো পথচারীদের ছায়া দান করে আসছিলপ্রতিটি গাছে বিভিন্ন ধরনের পাখি বসবাস করতোসন্ধ্যায় পাখির কলকাকলিতে পথচারীরা মুগ্ধ হতেনসড়কটি সম্প্রসারণে দুবছর আগে গাছগুলো নিলাম করা হয়ঠিকাদারি প্রতিষ্ঠান বিশালাকার গাছগুলো কেটে নেয়এরপর গুরুত্বপূর্ণ সড়কটি গাছশূন্য হয়ে পড়েদীর্ঘদিন গাছ রোপণ না করায় জনগণ ছায়া থেকে বঞ্চিত হচ্ছেনপ্রচণ্ড তাপপ্রবাহে পিচঢালা পথ উত্তপ্ত থাকায় পথচারীরা হাঁপিয়ে উঠছেন
বগুড়া-সারিয়াকান্দি সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মিজানুর রহমান, ট্রাকচালক সাঈদ আলী ও বাসচালক স্বাধীন জানান, কয়েক বছর আগে তারা এ সড়কটি দিয়ে বেশ ছায়াযুক্ত পরিবেশে যাতায়াত করতেনসড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলায় গত দুবছর ধরে তারা কাঠফাটা রোদের মধ্যে অসহ্য তাপে চলাচল করছেন
তারা বলছেন, গাছবিহীন এ সড়কটিতে দুপুর বেলায় চলাচল করতে গেলে মনে হয় কোনো উত্তপ্ত লোহার দণ্ডের ওপর দিয়ে চলাচল করছিদুই বছর আগে বড় বড় গাছগুলো কেটে ফেললেও এখনও কোনো গাছ লাগানোর পদক্ষেপ না নেয়ায় আমরা হতাশ
অটোরিকশাচালক মোসলেম উদ্দিন বলেন, এ সড়ক দিয়ে আমাদের প্রতিদিন ৫-৬ বার যাতায়াত করতে হয়গাছশূন্য সড়কে কাঠফাটা রোদের মধ্যে সারা দিন গাড়ি চালিয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি
মোটরসাইকেলচালক কলেজছাত্র রাশেদ সুলতান বলেন, তিন চাকা বা চার চাকা যানের ওপরে ছাদ থাকায় তারা রোদের উত্তাপ তেমন বুঝতে পারেন নাগাছশূন্য এ সড়কে আমরা রোদে পুড়ে চলাচল করছি
পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক মু. আহসান হাবিব বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বগুড়ার যেসব সড়কে গাছ নেই সেখানে অতি দ্রুত আমাদের গাছ লাগানো উচিতগাছ লাগানোর বিষয়ে তিনি বন বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, এখন বাজেট নেইতবে বাজেট পাওয়া গেলে সেখানে গাছ লাগানো যেতে পারেবগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে আমাদের ব্যাপকহারে গাছ লাগাতে হবেএ জেলার প্রতিটি সড়ক- মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাছ লাগানোর পরিকল্পনা আমাদের রয়েছেএ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়নের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছেজেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নের যে সকল সড়কে গাছ নেই সেখানে অতি দ্রুত গাছ লাগানো হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য