ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

আরও মার খেয়ে হলেও ‘৩৫’ দাবি আদায়, সমাবেশে ঘোষণা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
আরও মার খেয়ে হলেও ‘৩৫’ দাবি আদায়, সমাবেশে ঘোষণা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার তারা শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশের একটি দল জলকামান থেকে তাদের ওপর পানি ছিটিয়ে দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ
আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?, বলেন এক সমন্বয়ক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সবাবেশ আরও মার খেয়ে হলেও দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
সেখানে এই দাবি আদায়ে গঠন করা কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আজ আমরা মার খেয়েছি, দরকার হলে আবার খাব। তারপরে ও আমাদের দাবি আদায় করেই ছাড়ব।
দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাব কীভাবে?
সকালে রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এ সময় তারা জলকামানও ব্যবহার করে।
পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীরা ‘সভা-সমাবেশ নিষিদ্ধ জায়গায়’ সমাবেশ করার চেষ্টা করায় জনদুর্ভোগের কথা বিবেচনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠলেও আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। সেই সঙ্গে চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী তিনবারের বেশি সরকারি চাকরির এ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন না।
সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ রাজু ভাস্কর্যের এই বিক্ষোভে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই’ আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?
দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমরা আজকে আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হঠাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর হামলা করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স