ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা ‘হ্যাঁ’ সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে-আলী রীয়াজ আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে-মির্জা ফখরুল ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর সংখ্যা বড় আকারে বেড়েছে -টিআইবি নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে-নাহিদ ইসলাম জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩ ফেসবুকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা, প্রতারকের ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না-ইসি ৮ লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ও গণভোট উপলক্ষে কার্যক্রম পর্যবেক্ষণ সেনাপ্রধানের ত্রয়োদশ নির্বাচনে পোস্টার নেই নির্বাচনী প্রচারে প্রার্থীদের করণীয় ও নিষেধাজ্ঞা ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ত্রয়োদশ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকায় তারুণ্য মেলবন্ধনে চমক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন উল্লাসে মুখর শিক্ষার্থীরা প্রচার-প্রচারণায় চাঙা নির্বাচনী মাঠ মানুষই হচ্ছে রাজনৈতিক সকল ক্ষমতার উৎস প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করেছে সরকার ঢাকায় গত এক বছরে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

আরও মার খেয়ে হলেও ‘৩৫’ দাবি আদায়, সমাবেশে ঘোষণা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
আরও মার খেয়ে হলেও ‘৩৫’ দাবি আদায়, সমাবেশে ঘোষণা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার তারা শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশের একটি দল জলকামান থেকে তাদের ওপর পানি ছিটিয়ে দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ
আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?, বলেন এক সমন্বয়ক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সবাবেশ আরও মার খেয়ে হলেও দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
সেখানে এই দাবি আদায়ে গঠন করা কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আজ আমরা মার খেয়েছি, দরকার হলে আবার খাব। তারপরে ও আমাদের দাবি আদায় করেই ছাড়ব।
দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাব কীভাবে?
সকালে রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এ সময় তারা জলকামানও ব্যবহার করে।
পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীরা ‘সভা-সমাবেশ নিষিদ্ধ জায়গায়’ সমাবেশ করার চেষ্টা করায় জনদুর্ভোগের কথা বিবেচনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠলেও আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। সেই সঙ্গে চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী তিনবারের বেশি সরকারি চাকরির এ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন না।
সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ রাজু ভাস্কর্যের এই বিক্ষোভে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই’ আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?
দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমরা আজকে আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হঠাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর হামলা করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা

চলতি বোরো মৌসুমে ইউরিয়া সার উৎপাদন ব্যাহতের শঙ্কা