
১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা প্রিমিয়ার ব্যাংকের


অর্থনৈতিক রিপোর্টার
বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারধারীদের এই লভ্যাংশ দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২১ মে। প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়। ডিএসই সূত্রে জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে তিন টাকা ৩৭ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল তিন টাকা ১৮ পয়সা। সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ চার টাকা ৮৯ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ছয় টাকা ২১ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা আট পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২০ টাকা ১৩ পয়সা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ