ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র নির্বাচন

ট্রাম্পকে সমর্থন দিলেন মুসলিম ভোটাররা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০২:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০২:২১:৫৬ অপরাহ্ন
ট্রাম্পকে সমর্থন দিলেন মুসলিম ভোটাররা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচার-প্রচারণায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। এই নির্বাচনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকান মুসলিমদের ভোট। আর এই ভোটারদের কাছে টানতেও তাই মরিয়া ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবির। এদিকে যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। তবে এ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কর্মী-সমর্থকদের মধ্যে। খবর বিবিসির।
স্থানীয় সময় গত সোমবার ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তৃতায়, ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা ভাবছেন- এমন মুসলিমদের উদ্দেশে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনি যদি আমেরিকান মুসলিম হন এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে ইঙ্গিত করে) প্রতি বিশ্বাস রাখবেন যিনি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা পাস করেছেন এবং বলেছেন যে আপনারা আমাদের আমেরিকান সম্প্রদায়ের অংশ নন? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মুসলিম আমেরিকানরা বছরের পর বছর ধরে নির্ভরযোগ্যভাবে ডেমোক্রেটকে ভোট দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবার ডেমোক্রেট প্রার্থী কমলাকে ভোট দেয়ার ক্ষেত্রে তাদের সন্দিহান করে তুলেছে। ট্রাম্প সম্প্রতি কিছু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বের কাছ থেকে সমর্থন পেয়েছেন, যার মধ্যে অন্যতম আমের গালিব। যিনি মিশিগানের ডেট্রয়েটের একটি ছোট শহরতলী হ্যামট্রামকের মেয়র। সেখানকার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মুসলিম। প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন মুসলিম দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন তিনি। তবে এবার মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে জয়ের চাবিকাঠি মুসলিম ভোটারদের হাতে রয়েছে বলে মনে করছে ট্রাম্পের প্রচার শিবির।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স