ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ

মাঝমাঠের ভরসা মারিয়া-মনিকা নাকি অন্য কেউ?

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
মাঝমাঠের ভরসা মারিয়া-মনিকা নাকি অন্য কেউ?
নেপালের বিপক্ষে ফাইনালে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার পণ দুই ‘চ্যাম্পিয়ন’ মনিকা চাকমা ও মারিয়া মান্দার
ক্রীড়া প্রতিবেদক
পিটার জেমস বাটলার সবসময় রহস্য রাখতে পছন্দ করেন সেরা একাদশ নিয়ে। যদিও টিম সুত্রের খবর উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে মাঝমাঠে আক্রমণের সুর বেঁধে দেওয়া মারিয়া মান্দা ও মনিকা চাকমার কাঁধেই উঠবে গুরুভার, তবে সবকিছুর জন্যই নিজেদের তৈরি রাখছেন মিডফিল্ডাররা।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বুধবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। দুই বছর আগে, এই ভেন্যুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার মেয়েদের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
গত আসরে বাংলাদেশের মাঝমাঠের ‘নিউক্লিয়াস’ ছিলেন মারিয়া ও মনিকা জুটি। এবারের আসর শুরুর আগে কিছুদিন মারিয়া ছিলেন না সেরা ছন্দে। বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ বাটলার তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পরখ করেছিলেন মনিকা-স্বপ্না রানী জুটি। বিতর্কের শুরু সেই থেকে!
পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের পর মনিকা গণমাধ্যমকে বলে বসেন, মাঝমাঠে তিনি পাশে চান মারিয়াকে। স্বপ্নার সাথে তার ‘জমছে’ না। বিতর্ক ও সমালোচনার নানা বাক-বদলের পর মনিকা-মারিয়া জুটি দেখা মেলে। দুজনে আলোও ছড়ান বরাবরের মতো।
গত আসরে আর সব ম্যাচের মতো নেপালের বিপক্ষে ফাইনালেও মধ্যমণি ছিলেন তারা দুজন। অধিনায়ক সাবিনা খাতুনও মাঝমাঠে এ দুজনকে চাওয়ার কথা ঘুরেফিরে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপচারিতায় মনিকা, মারিয়াও মেলে ধরলেন তাদের মধ্যে বোঝাপড়ার পুরানো অতীত।
এবারের আসরে মাঝমাঠে নিয়মিত খেলে, একের পর এক আক্রমণের সুর বেঁধে দেওয়া মনিকা বললেন, নেপালের বিপক্ষে তিনি খেলতে চান সহজাত ফুটবল। মাঠের বাইরের কোনো কারণে হারাতে চান না মনোযোগ।
আমাদের লক্ষ্য শেষটা ভালো করা। সে লক্ষ্য নিয়েই মাঠে নামব। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর আমরা মাঝমাঠে উন্নতি করেছি, ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছি। আমার মনে হয়, ফাইনালেও কোচের নির্দেশনা অনুযায়ী মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারব আমরা, আমাদের মনোযোগ হারালে চলবে না।
চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশে ছিলেন না মারিয়া। সাফ জয়ী এই মিডফিল্ডারের পারফরম্যান্স সেই থেকে নেমে যায় পড়তির দিকে। নেপালের বিপক্ষে মহারণে মনিকা-মারিয়া জুটিকে পাশে চাওয়ার কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়াকে নিয়ে যদিও অতটা আশাবাদী নন কোচ বাটলার।
ফাইনালের ছক নিয়ে মুখে ছিপি বাংলাদেশ কোচের। আর্মি হেডকোয়ার্টার্স গ্রাউন্ডে মঙ্গলবারের প্রস্তুতি মাঝমাঠের ছক পুরোপুরি খোলাসা করেননি কোচ। তবে মারিয়া জানালেন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত তিনি।
মাঝমাঠে মনিকার সাথে আমার বোঝাপড়া অনেক দিনের। কেননা, দীর্ঘদিন ধরে আমরা একসাথে খেলছি। গত সাফেও আমরা দুজনে মিলে মিডফিল্ড সামলেছি। জানি না, কোচ আমাকে শুরু থেকে খেলাবেন কিনা, কিন্তু যখনই সুযোগ পাবো, সেরাটাই দিব, যাতে আবারও চ্যাম্পিয়ন হতে পারি আমরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য