ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি নাÑ মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ শুক্রবার সকালেও মেট্রোরেল চালুর পরিকল্পনা থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায় : নুর শেরপুরে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে নাÑ রিজভী ঢাকায় চলবে গোলাপি বাস, চড়তে লাগবে টিকেট ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি
বিশ্ব অর্থনৈতিক সংস্থার প্রতিবেদন

বৈশ্বিক পোশাকখাতে পাওয়ার হাউস বাংলাদেশ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৬:১২:২৮ অপরাহ্ন
বৈশ্বিক পোশাকখাতে পাওয়ার হাউস বাংলাদেশ বৈশ্বিক পোশাকখাতে পাওয়ার হাউস বাংলাদেশ
অর্থনৈতিক রিপোর্টার
পোশাকখাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব অর্থনৈতিক সংস্থা (ডব্লিউইএফ)সম্প্রতি ডব্লিউইএফ প্রকাশিত এক প্রতিবেদনে পোশাকখাতে বাংলাদেশকে পাওয়ার হাউসদাবি করা হয়েছেপ্রতিবেদনে বলা হয়েছে, একেবারে শূন্য থেকে শুরু করে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর একরকমের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে বাংলাদেশ বিশ্বের বুকে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেপাট এবং অন্যান্য পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে শুধু পোশাকখাত থেকেই দক্ষিণ এশিয়ার এ দেশটি ৮৪ শতাংশ রফতানি আয় অর্জন করছেএই রফতানি আয়ের মাধ্যমে একদিকে দেশের দারিদ্র্য দূর হচ্ছে, অন্যদিকে পোশাক কারখানাগুলো বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখতে পারছে
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় বাংলাদেশ ঘুরে বিশ্বব্যাংকের এক প্রতিনিধিদল মন্তব্য করেছিল: দেখে মনে হচ্ছে নিউক্লিয়ার বোমায় আঘাত হানার পরদিন শহরের সকাল যেমন হয়, বাংলাদেশের অবস্থা ঠিক তেমনপাকিস্তানের সঙ্গে যুদ্ধজয়ের পর বাংলাদেশের অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষিনির্ভরসেখান থেকে কয়েক দশক পর বাংলাদেশ শিল্পনির্ভর অর্থনীতির দিকে যাত্রা শুরু করেমূলত গত এক দশকে বাংলাদেশ পোশাকখাতকে ভিত্তি ধরে যে পরিমাণ উন্নতি করেছে তা বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয়গত এক দশকে করোনা-পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গড় জিডিপির পরিমাণ ছিল ৭ শতাংশ এবং মাথাপিছু আয় ছিল আড়াই হাজার ডলার, যা এশিয়ার শক্তিশালী দেশ ভারতের থেকে বেশিবাংলাদেশের সরকার ব্যবসাকে সহজ ও বিনিয়োগবান্ধব করেছে এবং পোশাকখাতকে শক্তিশালী বেসরকারিকরণের মাধ্যমে উন্নতির শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে বাংলাদেশ অল্প সময়ে ঘুরে দাঁড়াতে পেরেছেবাংলাদেশের পোশাক কারখানায় তৈরি হওয়া কটন টি-শার্ট, প্যান্ট এবং ডেনিমের পোশাক এখন বিশ্বে সমাদৃত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার যেসব দেশ অনেক চেষ্টা করেও নিজেদের অর্থনৈতিক অবস্থা বদলাতে পারছে না, বাংলাদেশের সাফল্য তাদের জন্য ঈর্ষণীয়বাংলাদেশের যা যা আছে একই পণ্য ও লোকবল আফ্রিকার দেশগুলোতে থাকার পরও এ খাতে তারা সুবিধা করতে পারছে না২০২২ সালে বিশ্বের ২০ শতাংশ কটন টি-শার্টের বাজার ছিল বাংলাদেশএত বিপুল সংখ্যক কটন টি-শার্টের বাজার থাকলেও বাংলাদেশে কটন অর্থাৎ তুলার উৎপাদন বৈশ্বিক হিসাবে মাত্র ২ শতাংশযেখানে আফ্রিকার দেশগুলোতে অঢেল তুলার উৎপাদন হয়, সেখানে বাংলাদেশ তুলা উৎপাদন না করেও তুলাজাত পোশাক রফতানিতে এতটা সাফল্য অর্জন করেছে যা একরকমের বিস্ময় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছেবর্তমানে আফ্রিকার দেশগুলো পোশাকখাতে নিজেদের সমৃদ্ধ করতে চাচ্ছেএই সমৃদ্ধির পথে হাঁটতে তারা বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করতে পারে বলে পরামর্শ দিয়েছে ডব্লিউইএফপোশাকখাতের সমৃদ্ধিকে পুঁজি করে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেবর্তমানে দেশের ৩ হাজার ৫০০ কারখানায় ৪০ লাখ পোশাকশ্রমিক কাজ করছেনবাংলাদেশের পোশাক বিশ্বের ১৬৭ দেশে রফতানি হয় এবং এখান থেকে গড়ে ৪০ বিলিয়ন ডলারের ওপর রফতানি আয় অর্জন করে বাংলাদেশতবে শুধু সনাতনী ধারায় কাটিং-ফিটিং ও সেলাই দিয়ে পোশাকখাতে রাজত্ব করা সম্ভব নয়বাংলাদেশের পোশাকখাতের সবচেয়ে বড় শক্তি এর কর্মীএদের আরও দক্ষ করে পোশাকখাতের যন্ত্রপাতি আধুনিক ও ডিজাইন যুগোপযোগী করে তুলতে পারলে ভবিষ্যতে পোশাকখাতে বাংলাদেশ আরও সমৃদ্ধি অর্জন করতে পারবে বলে প্রতিবেদনে বলা হয়েছে
প্রতিবেদনের লেখক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের গ্লোবাল ম্যানেজার ফেমি একিনরেবিও নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি ২০২৩ সালের অক্টোবরে সরেজমিন বাংলাদেশে বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছিবাংলাদেশের পোশাককর্মীদের সিংহভাগ নারীআগে ব্যবস্থাপনা বিভাগে নারীদের বিচরণ না থাকলেও দিনকে দিন দেশটিতে নারী শিক্ষার বিস্তার ঘটায় এসব কারখানার ব্যবস্থাপনা পর্ষদেও উচ্চ বেতনে নারীরা কাজ করছেনএটি বাংলাদেশের উন্নতির ব্যাপারে শুভসংকেত দেয়যথাযথ সহযোগিতা পেলে এই পোশাকখাতকে পুঁজি করে বাংলাদেশ লিঙ্গবৈষম্য কাটিয়ে উঠতে পারবেবাংলাদেশের পোশাকখাত নিয়ে ডব্লিউইএফের প্রতিবেদন প্রসঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমাদের অনেক সমস্যা, বাধাবিপত্তি আছেকিন্তু এতসবের পরও উদ্যোক্তাদের চ্যালেঞ্জিং উদ্যোগ ও সরকারের নীতিনির্ধারণের সুফল হিসেবে বাংলাদেশের পোশাকখাত পুরোদমে এগিয়ে যাচ্ছেগতবছর যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পোশাকখাতের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, সেখানে বাংলাদেশ সবার চেয়ে ভালো করেছেকরোনাসময়েও পোশাকখাতে বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি ২ শতাংশ বেশি ছিলগ্যাস-বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা থাকার পরও চ্যালেঞ্জিং মনোভাবের জন্য বাংলাদেশের পোশাকখাত এখন বিশ্বে সমাদৃতদেশের পোশাকখাত লিঙ্গবৈষম্য নিরসনে ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, একটা সময় নারীরা পোশাকখাতে শুধু শ্রমিক হিসেবে কাজ করতএখন শুধু শ্রমিক বা কর্মী নয়, এ খাতে ব্যবস্থাপনা পর্ষদেও নারীরা নিজেদের জায়গা করে নিচ্ছেএ খাতে দ্বিতীয়-তৃতীয় প্রজন্মের অনেক নারী আছেন যারা বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে পোশাকখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বড় বড় পদে যোগ দিচ্ছেন
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পোশাকখাত নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টি হলেও শঙ্কা কাটিয়ে নির্বাচনের পরেই নতুন উদ্যমে আবারও নিজেদের সক্ষমতা জানান দিয়েছে দেশের এই প্রধান শিল্প খাতটিচলতি বছরের প্রথম ৫০ দিনে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশএর মধ্যে শুধু জানুয়ারি মাসেই বাংলাদেশের পোশাক রফতানি থেকে অর্জিত আয় ৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলার২০২৩ সালে ৪৭.৩৮৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশপোশাক রফতানিকারক সংস্থার কর্তাব্যক্তিরা মনে করছেন, বৈশ্বিক বাজার ব্যবস্থা বিবেচনা করলে চলতি বছর পোশাক রফতানির মোট আয় ২০২৩ সালকে ছাড়িয়ে গিয়ে দেশের রফতানি আয়ে নতুন মাইলফলক রচনা করবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য