ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন হোক- মান্না

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১১:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১১:০৪:৪২ পূর্বাহ্ন
যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন হোক- মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব, সংস্কার শেষ করে ভোট হোক। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাখা এবং না রাখা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাবে? সরকারেরই যারা অংশ, ছাত্ররা চাইলে তাকে চলে যেতে হবে। এখন বলছেন, সব দল মিলে বলেন কী করতে হবে। সব দলই কিন্তু কথা বলতে আসছে না; আসছেন ছাত্ররা। আমাদের সঙ্গে কথা বলতে আসছেন, আমরা জিজ্ঞেস করলাম, আমরা সব দল মিলে এই রাষ্ট্রপতিকে যে চাই না, এটা কার কাছে জিজ্ঞেস করবো। সরকারের কাছে বলবো? এ ধরনের বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে ভোট হোক। তিনি বলেন, সংস্কার হচ্ছে, সেটুকু, যেটা আপনাকে এই মুহূর্তে ভোটের জন্য একটা সত্যিকারের গ্রহণযোগ্য পরিবেশ দেবে। এর বাইরে যেতে চেষ্টা করলে আপনি পারবেন না। কারণ সংস্কার সবসময় করতে পারবেন। সংস্কার কোথাও থেমে থাকে না। এজন্য আমরা বলছি, সরকার যত তাড়াতাড়ি এই কাজটা করবে, যাতে মানুষ তার পছন্দের লোককে ভোট দিতে পারেন। সংবিধান পরিবর্তন নিয়ে মান্না বলেন, আমাদের সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে। কেমন সংবিধান হবে? কেউ বলছেন ৭২’র যে সংবিধান সেটাকে ফেলে দিতে হবে। নতুন করে সংবিধান লিখতে হবে। কিন্তু নতুন করে যখন সংবিধান লিখবেন তখন একেকজন একেক রকম বলবে। আবার কেউ বলবে সংখ্যানুপাতিক ভোট দেন, কিন্তু সংখ্যানুপাতিক ভোট দিলে আওয়ামী লীগ অপজিশন পার্টিতে চলে আসবে। সেটা চলবে? দেবেন সে রকম? এই কারণেই আবেগের ওপর কথা বলছি না। আমরা সে রকম জায়গায় যেতে চাই, যেখানে দেশের সব জনগোষ্ঠীর কল্যাণ হয়। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এ সরকারের বেকারত্ব দূর করার কোনো এজেন্ডা নাই। সংস্কারের জন্য যে ১০টি কর্মসূচি রয়েছে সেখানে বেকারত্ব দূর করার কোনো কমিশন গঠন করা হয়নি। এ দেশে শিক্ষিত-অশিক্ষিত মিলিয়ে মোট চার কোটি লোক বেকার। আমাদের দেশে বিনিয়োগকারী নাই। চাকরি চাইলে সরকার চাকরি দেবে কী করে? এ সরকার বেকারত্ব দূর করার কথা বলেননি এবং সামনের দিকে বলবেও না। মান্না বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি, সরকার যে সংস্কার করছে, সেখানে মানুষের জীবনমান উন্নয়ন এবং মানুষ মন খুলে কথা বলবে সেটার কথা বলা হয়নি। রাতের বেলায় যদি কোনো মেয়ে নির্দ্বিধায় বাসায় যেতে না পারে তাহলে সে দেশের উন্নয়ন হবে কী করে? বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজার সভাপতিত্বে এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ