* নীলক্ষেত ও মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ শিক্ষার্থীদের
* সড়ক অবরোধে জনমনে তীব্র ক্ষোভ ও অস্বস্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। রাজধানীজুড়ে ব্যাপক যানজট আর অসহনীয় জনদুর্ভোগের শিকার হচ্ছে অফিস ও আদালতগামী যাত্রীরা। এতে সড়ক অবরোধে জনমনে তীব্র ক্ষোভ ও অস্বস্তি। তবে সায়েন্সল্যাব-নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় মানবসৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। এই আন্দোলনে সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, সাত কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন করছি আমরা। আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার তার কর্ণপাত করেনি। যেখানে সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছে, সেখানে সরকার সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এটা শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস। এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আবার কমিশন গঠন করার দাবিতে রাস্তায় নেমেছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জানে কীভাবে অধিকার আদায় করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোষণ-বঞ্চনার শিকার, বৈষম্য ও প্রহসনের শিকার। এভাবে আর চলতে দেয়া যায় না। তাই বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এদিকে সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার কমিশন গঠন করেই মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। সরকারকে বারবার সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার মূল্যায়ন করেনি। তাই আমরা প্রতিজ্ঞা করছি, এবার কমিশন গঠন না করে বাসায় ফিরবো না। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আফসানা বেগম বলেন, শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবিকে সরকার গুরুত্ব দিচ্ছে না; যা খুবই দুঃখজনক। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বিগত সরকার যেমন কোটা সংস্কারের মতো একটা যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করে কূপে পড়েছে, এই সরকার যেন শিক্ষার্থীদের সেরকম যৌক্তিক দাবির সঙ্গে তামাশা না করে।
যানজটে নাকাল নগরবাসী : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে রাজধানীর সায়েন্সল্যাব, মিরপুর সড়কে ও নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রাজধানীজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে।
সড়ক অবরোধে জনমনে তীব্র ক্ষোভ ও অস্বস্তি : সরেজমিনে দেখা গেছে, সাত কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে দড়ি টানিয়ে গাড়ি চলাচল বন্ধ রেখেছে। নীলক্ষেত মোড়ের দিকেও একই অবস্থা। সব ধরনের যান চলাচল বন্ধ। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ কিংবা জরুরি সেবার গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। এদিন বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার কারণে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অস্বস্তি। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ সাধারণ মানুষের। সাভার বাসের যাত্রী মো. সাইফুল ইসলাম বলেন, সদরঘাট থেকে বাসে উঠেছি সকালে। যাবো নবীনগর। দুপুর হয়ে গেছে, এখনও সায়েন্সল্যাব মোড়ে বসে আছি। দেড় ঘণ্টা জ্যাম ঠেলে যখন সায়েন্সল্যাবে আসলাম, তখন শুনি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তিনি বলেন, এমনিতেই নগরীতে আগের তুলনায় যানজট বেড়েছে। তার ওপর শিক্ষার্থীদের এমন হুটহাট সড়ক অবরোধ অত্যন্ত বিরক্তিকর। কিছু একটা হলেই শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়াবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বাসের অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। তাদের একজন নিশাত জাহান (৩৬)। তিনি বলেন, ১১টার দিকে বংশাল থেকে বাসে উঠেছি। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ডাক্তার দেখাবো। কিন্তু শাহবাগের ওখানে এসে আটকে গেছি। পরে রিকশা নিলাম কিন্তু জ্যামের এগোতে পারলাম না। তাই হেঁটেই রওনা দিলাম।
আন্দোলন নিয়ে যা বলছে শিক্ষার্থীরা : শিক্ষার্থীরা বলছেন, তারা সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এটি হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তবে সড়ক অবরোধের বিষয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা যে গত সাত বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছি, তার সমাধান না করে এবার আর ফিরবো না। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ পরিস্থিতিতে যানজট নিরসনে ভূমিকা রাখতে সাত কলেজ শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অবরোধে যা বলেছে সহকারী কমিশনার তারেক লতিফ : পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা না হলে তারা সড়ক ছাড়বেন না। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর আগে গত শনিবার শিক্ষার্থীরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সেই সময়সীমা সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে তারা সড়কে নেমে এসেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সাত কলেজ
শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
- আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:৪৪:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১১:৪৪:৫৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ