বিনোদন ডেস্ক
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবরে নেই এ তারকা। তবে মাঝেমধ্যে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে ফেসবুকে লেখালেখি করেন এ তারকা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী। গত সোমবার ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘জ¦র, সবাই দোয়া করবেন!’ এ পোস্ট দেওয়ার পর ওমর সানীর ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। সবাই তার জন্য শুভ কামনা জানাচ্ছেন। শিল্পী তিমির নন্দী এ পোস্টের মন্তব্যে লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি’। অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, ‘ফি আমানিল্লাহ’। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অসুস্থতা তেমন গুরুতর নয়। ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’ সর্বশেষ ওমর সানীকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়েছিল ‘ডেডবডি’ ছবিটি। মূলত দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ত্রিশের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও অভিনয় করেছিল জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
