ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ছড়াল ইসরাইলবিরোধী বিক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৬:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৬:০৭:১৯ অপরাহ্ন
বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ছড়াল ইসরাইলবিরোধী বিক্ষোভ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ছড়াল ইসরাইলবিরোধী বিক্ষোভ
জনতা ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিরামহীন নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছেখবর এএফপিরগাজা উপত্যকায় ক্রমাগত বাড়তে থাকা হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গণজমায়েতে অংশ নিতে থাকেন প্রতিবাদীকারীরাযুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে এসব বিক্ষোভ থেকে কমপক্ষে দুই হাজার লোককে আটক করা হয়েছেসম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ বেশ কিছু ক্যাম্পাস থেকে অবস্থানকারী লোকজনকে সরিয়ে দেয়, যার মধ্যে নিউইয়র্ক ইউনিভার্সিটিও রয়েছেবিক্ষোভ সমাবেশের প্রাণকেন্দ্র কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিক্ষোভকারীরা বেষ্টনি তৈরি করেপুলিশ কর্মকর্তারা যখন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় তখন তাদের বিরুদ্ধে নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পুলিশ সদস্যরা একটি শিবির ভেঙে দেওয়ার সময় ২০০ জনকে আটক করেইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক স্প্রে ব্যবহার করেরোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটিকে বিক্ষোভকারীদের সঙ্গে শর্তসাপেক্ষে সমঝোতায় পৌঁছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
এ ছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে-
ফ্রান্স
প্যারিসের শীর্ষস্থানীয় সায়েন্স পো ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান স্কুলে গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদকারীদের একটি অবস্থান কর্মসূচি থেকে লোকজনকে শক্তিপ্রয়োগ করে তুলে দেয় পুলিশএ সময় ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে
এ ছাড়া প্যারিস-দাওফিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একজন ফিলিস্তিনি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সম্মেলন বাতিল করে দেয়
জার্মানি
গত শুক্রবার জার্মানির পুলিশ বার্লিনের প্রাণকেন্দ্রে হামবলডট ইউনিভার্সিটি থেকে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়এ সময় সেখান থেকে বেশকিছু বিক্ষোভকারী সরতে না চাইলে তাদের জোর করে উঠিয়ে দেওয়া হয়
কানাডা
গাজা যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা কানাডার বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেছেদেশটির মন্ট্রিয়েল, অটোয়া, টরোন্টো ও ভ্যানকুভার শহরে বিক্ষোভ হয়েছেমন্ট্রিয়েলের ম্যাক গিল ইউনিভার্সিটিতে শত শত বিক্ষোভকারী পুলিশ ক্লিয়ারিংয়ের ঝুঁকির মুখেই বিক্ষোভে অংশ নেয়
অস্ট্রেলিয়া
গত শুক্রবার সিডনি ইউনিভার্সিটিতে শত শত বিক্ষোভকারী পতাকা উড়িয়ে, স্লোগান ধরে জড়ো হয় ইসরায়েলবিরোধী প্রতিবাদ সমাবেশেগত প্রায় ১০ দিন থেকে গাজায় যুদ্ধবিরতির পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সেখানে  অস্থায়ী শিবির তৈরি করে অবস্থান করছেন শিক্ষার্থীরা
আয়ারল্যান্ড
ডাবলিন ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা
মেক্সিকো
মেক্সিকোর সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে দেশটির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউএনএএমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
সুইজারল্যান্ড
গত বৃহস্পতিবার থেকে দেশটির লাওসানে ইউনিভার্সিটির প্রবেশমুখে অবস্থান করছে প্রায় শখানেক শিক্ষার্থীগাজায় যুদ্ধবিরতি এবং একাডেমিকভাবে ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়ে আসছেন তারাআগামী সোমবার নাগাদ এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানা গেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য