ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ডেমরায় সরকারি সম্পত্তি দখলের পায়তারা জুম সোয়েটার্সের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:১৭:৪১ পূর্বাহ্ন
ডেমরায় সরকারি সম্পত্তি দখলের পায়তারা জুম সোয়েটার্সের
রাজধানীর ডেমরায় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ডেমরা থানার দেইল্লা মৌজায় ৪০/৭২-৭৩ নং এল.এ কেসের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ৩.৭২ একর অধিগ্রহণকৃত সম্পত্তি স্থানীয় জুম সোয়েটার্স এর মালিক ভূমিদস্যু মজিদ তালুকদার ও তার মেয়ে সোনিয়া তালুকদার গং জাল জালিয়াতির মাধ্যমে খারা দলিল সৃজন করে কোটি কোটি টাকা মূল্যের এই সরকারি জমি দখল করছিল। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জমিটি দখলে নিলে এলাকার হাজার হাজার ছাত্র-জনতা বাধা দিয়েও তা রক্ষা করতে পারেনি হাইকোর্টের ৯২৯৮/১২ নং রিটের মাধ্যমে গত ১৮/০৬/১৮ খালে জুম সোয়েটার্স লিমিটেডের মালিক সোনিয়া তালুকদার গং কে জমিতে প্রবেশ না করা এবং কোনোভাবেই জমি অবমুক্ত করা যাবে না এই মর্মে আদেশ প্রদান করা হয়। অথচ সাবেক স্বৈরাচারের দোসররা হাইকোর্টের আদেশ অমান্য করে ২৮/০৩/২৪ সালে জুম সোয়েটারের পক্ষে জমিতে বাউন্ডারি ওয়াল তোলে। পরবর্তীতে ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর হাজার হাজার উত্তেজিত ছাত্র-জনতা অবৈধ দখলদারদের বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। বর্তমানে জমিটি দখলমুক্ত আছে। তবে যে কোন সময় ভূমি দস্যুরা ঐ জমিতে দখল নিতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর। এই জমিটি দখলের বিরুদ্ধে গত ১ এপ্রিল ২০২৪ সালে মানববন্ধন করেছিল স্থানীয় ছাত্র-জনতা। বিষয়টি বহু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ থাকে যে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা এই জমির মাটির কাচপুর ব্রিজে দেয়া হয়েছে, সেখানে একটি বড় পুকুর ছিল, স্থানীয়রা ওই পুকুরে গোসল করতো, মাছ ধরত, নৌকাবাইচ দিত এটি ছিল এলাকার মানুষের বিনোদনের স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করছিল এই এলাকা। দখলদারির কারণে যাতে পুনরায় জমিটি সরকারের হাত ছাড়া না হয় সেজন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। একইসঙ্গে জেলা প্রশাসক এসি ল্যান্ড ও সংশ্লিষ্ট সকলের কাছে তাদের দাবি এখানে যেন শহীদ আবু সাঈদ এর নামে একটি স্টেডিয়াম তৈরি করা হয়। যা স্থানীয়দের খেলাধুলা বিনোদনের একটি উপযুক্ত স্থান হিসেবে নির্ধারিত হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স