৪৩তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন। ক্যাডার ও নন ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন ও নন ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে চূড়ান্ত গেজেটে ৯৯ জনের নাম বাদ পড়েছে। ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বরে প্রকাশিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
৪৩তম বিসিএস সুপারিশপ্রাপ্তদের চাকরিতে যোগদান পেছালো
- আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:৫২:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:৫২:০৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ