ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

লগি-বৈঠার তাণ্ডবে আওয়ামী ফ্যাসিবাদের সূচনা- আবদুস সালাম

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:৪৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:৪৫:৫৪ অপরাহ্ন
লগি-বৈঠার তাণ্ডবে আওয়ামী ফ্যাসিবাদের সূচনা- আবদুস সালাম
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। এ সময় কোনোভাবেই ভারতীয় আগ্রাসনের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে জন্য ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ঐক্যের উপর জোর দিয়ে আবদুস সালাম বলেন, কোনোভাবেই ভারতীয় আগ্রাসনের পক্ষের শক্তি ১৪ দলীয় জোট যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হতে না পারে সে বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। নিজের ঘরের মধ্যে কিছু যদি থাকে আমরা আলোচনা করবো। আলোচনার মাধ্যমে সমাধান করবো কিন্তু শত্রুর হাতে যেন ক্ষমতা না দেই। তারা উৎপেতে বসে আছে। এখনও মাঝে-মধ্যে উঁকিঝুঁকি দেয়, আবার বলে আসছি। আমি বলবো আসার দরকার নাই। মোদী সাহেবকে বলবো, মাঝেমধ্যে অমিত শাহ বলে ‘পুশিং করবে’, শেখ হাসিনাকে একটু পুশিং করেন। বাংলাদেশে পাঠান যেন আমরা তাকে আইনের আওতায় আনতে পারি। তিনি বলেন, লগি-বৈঠার মাধ্যমে যে হত্যা করা হয়েছে, তার হুকুমদাতা শেখ হাসিনা। টেলিভিশনের বিভিন্ন রেকর্ড যদি দেখি তাহলেই আমরা তার প্রমাণ পাবো। এমন বহুবার আছে তিনি মানুষ মারার নির্দেশ দিয়েছেন। এমন একটা ফ্যাসিস্ট বাংলাদেশে যেন আর ফিরে আসতে না পারে সেটার জন্য ঐক্য দরকার। পাশাপাশি রাজনীতির বাইরে যে রাষ্ট্রীয় শক্তি রয়েছেন তাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। মঈন ইউ আহমেদের সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, লগি-বৈঠার কথা উল্লেখ করে বই লিখেছিলেন। তিনি লিখেছিলেন, এমন ঘটনা বিশ্বে কখনও ঘটতে পারে না, এটা অমানবিক। অথচ তিনি সেই অমানবিক শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাতেই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। এই হত্যা বিচার হয়নি, কিন্তু আল্লাহ বিচার করেছেন। নির্যাতনের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, জেলে ড. মাসুদের সাথে যখন আমার দেখা হয়, তখন তাকে বলেছিলাম, আল্লাহ তোমাকে বাঁচাইছে। তোমার ওপর যে অত্যাচার করা হয়েছে, তোমার তো বাঁচার কথা না। দেলোয়ারের (সাবেক শিবির সভাপতি) সাথে দুইবার জেলে দেখা হয়েছে। আমি জেল থেকে বের হয়ে এসেছি। কিন্তু সে বের হতে পারেনি। প্রথমবার যখন আমার সাথে দেখা হয়েছে তখন সে একদম বেডে শোয়া। পরেরবার হুইল চেয়ারে। এমন অসংখ্য ঘটনা আছে। এই স্মৃতিগুলো মনে রাখতে হবে। আমরা ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে খুঁজে পাইনি। তাদের রক্তের সাথে যেন আমরা বেঈমানী না করি। আমাদের এক থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই নির্বাচন চাই, কেউ হয়তো আগে বা পরে। কিন্তু আমাদের অবস্থান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচনে যেই জিতুক, আন্দোলনকারী সকল শক্তিকে নিয়েই আমরা সরকার গঠন করবো। আওয়ামী ফ্যাসিবাদ দেশটাকে শেষ করে দিয়েছে। সে দেশকে গড়ে তুলতে নির্বাচনের আগে ও পরে ঐক্য রাখতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা এ টি এম আজহারের মুক্তি দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য