ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে- ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:৪৪:৫৭ অপরাহ্ন
এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে- ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের কোনো আলেম টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। যারা এদেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না। ধর্ম উপদেষ্টা বলেন, বুধবার (আগামীকাল) হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একটি হবে পবিত্র কাবাঘর থেকে এক-দেড় কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা, আরেকটি হবে কাবাঘর থেকে আড়াই-তিন কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা। আসা যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ও আরামে থাকার জন্য ভালো বাসার ব্যবস্থা থাকবে। আমরা প্যাকেজ দুটি চূড়ান্ত করেছি। এবার হজের খরচ গতবারের চেয়ে কম হবে। তবে কত কম হবে, তা এখনই বলবো না। গতকাল সোমবার বিকাল ৩টায় হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, আপনি হজে গিয়ে বিরিয়ানি খাবেন, এজন্য এক পয়সাও আমাদের দিতে হবে না, তবে আপনার খরচ বেশি হবে। এসি রুমে থাকবেন বেশি খরচ হবে। আলুর ভর্তা, ডাল-ভাত খেয়ে সাধারণ রুমে থাকবেন, তখন খরচ কম হবে। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু বলেন কমাও কমাও। কোন জায়গায় কমাবো আর? বিমানের ভাড়া কমিয়েছি। সৌদি আরবকে একটা ফি দিতে হয় সেটাতে আমাদের হাত নেই। জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স মওকুফ করিয়েছি। বিমান ভাড়া কমিয়েছি। যেখানে যেখানে কমানো সম্ভব কমিয়েছি। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় সৌদি রিয়াল আজকে ৩২ টাকা। ফলে একটা প্যাকেজে ৪০ হাজার টাকা খরচ বেড়ে গেছে। যা গত বছর ছিল না। তারপরও কমিয়ে দিয়েছি। কোনো এজেন্সি যদি অনিয়ম করে আপনাদের সেবা না দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমদানি-রপ্তানির পাশাপাশি এখানে পাসপোর্টযাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করেন। ফলে হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর আপনাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে অনুরোধ করবো। হিলি মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স