ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি

চোরের ‘সিগারেটের আগুনে’ ভূমি অফিসের নথি পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৪:১৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৪:১৩:৪১ অপরাহ্ন
চোরের ‘সিগারেটের আগুনে’ ভূমি অফিসের নথি পুড়ে ছাই চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি অফিসে আগুন লেগে অফিসে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও তাতে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই যুবক হলেন- বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তারা গতকাল রোববার ভোর রাতে ভূমি অফিসের দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি অফিসে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রেফতার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার ভোর রাতে ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় আরিফ ও বাবু। এ সময় তারা অফিসের ভেতর ধূমপান করে। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ড অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কিনা এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্পমোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’
আগুনে ১২টি রেজিস্টার-২ বই, ও একটি রেজিস্টার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশকিছু নামজারী নথি পুড়ে গেছে বলেও জানান ইউএনও। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট