ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

চোরের ‘সিগারেটের আগুনে’ ভূমি অফিসের নথি পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৪:১৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৪:১৩:৪১ অপরাহ্ন
চোরের ‘সিগারেটের আগুনে’ ভূমি অফিসের নথি পুড়ে ছাই চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি অফিসে আগুন লেগে অফিসে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও তাতে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই যুবক হলেন- বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তারা গতকাল রোববার ভোর রাতে ভূমি অফিসের দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি অফিসে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রেফতার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার ভোর রাতে ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় আরিফ ও বাবু। এ সময় তারা অফিসের ভেতর ধূমপান করে। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ড অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কিনা এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্পমোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’
আগুনে ১২টি রেজিস্টার-২ বই, ও একটি রেজিস্টার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশকিছু নামজারী নথি পুড়ে গেছে বলেও জানান ইউএনও। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য