ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

আ’লীগ জিন্দাবাদ স্ক্রল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
আ’লীগ জিন্দাবাদ স্ক্রল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশদ্বারের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগের ইনচার্জ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই উপ-সহকারী প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এই ঘটনায় একই অফিস আদেশে ঢাকা রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ভৈরব স্টেশনে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ। তিনি বলেন, এই ঘটনায় ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা এক সিনিয়র উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকার এক নিরাপত্তা কর্মীকে বদলি করা হয়েছে এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, এই ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগ থেকে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা দেখা যায়। এই স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ স্ক্রিনটি বন্ধ করে দেয়। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স