ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা

আ’লীগ জিন্দাবাদ স্ক্রল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:০৮:০৩ পূর্বাহ্ন
আ’লীগ জিন্দাবাদ স্ক্রল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশদ্বারের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগের ইনচার্জ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই উপ-সহকারী প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এই ঘটনায় একই অফিস আদেশে ঢাকা রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ভৈরব স্টেশনে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ। তিনি বলেন, এই ঘটনায় ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা এক সিনিয়র উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকার এক নিরাপত্তা কর্মীকে বদলি করা হয়েছে এবং চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, এই ঘটনায় ঢাকা রেলওয়ের বিদ্যুৎ বিভাগ থেকে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা দেখা যায়। এই স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ স্ক্রিনটি বন্ধ করে দেয়। 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স