ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রশাসক নিয়োগ ও দ্রুত নির্বাচন চায় বায়রা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:০৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:০৬:৩৭ পূর্বাহ্ন
প্রশাসক নিয়োগ ও দ্রুত নির্বাচন চায় বায়রা
বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ চায়। সংস্থাটি বর্তমান কমিটি ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসকের মাধ্যমে শিগগিরই নির্বাচন চায়।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনী হলে এক সংবাদ সম্মেলনে বায়রার সদ্যস্যদের ব্যানারে এসব দাবির কথা   তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম বলেন, বায়রা কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর শেষ হয়েছে। ইতোমধ্যে দুবার সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে গঠন করা বায়রা নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড দিয়ে স্বৈরাচারের পেতাত্মারা যেন তেন নির্বাচন করার পায়তারা করছে।
তিনি বলেন, বায়রার সভাপতি ও মহাসচিব ফ্যাসিবাদের অন্যতম প্রেতাত্মা। সভাপতিসহ কার্য নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য পলাতক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইতোমধ্যে সিনিয়র সহ-সভাপতিসহ ৯ জন কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে বায়রার কমিটি ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের মাধ্যমে অনতিবিলম্বে নির্বাচন করতে হবে।
বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, বায়রা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। আমরা চাই যোগ্য প্রশাসকের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। যিনি যোগ্য, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। যিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আমরা বায়রার সংস্কার চাই। আমরা অভিবাসন ব্যয় কমাতে চাই।
সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বায়রা এখন দুটি গ্রুপে বিভক্ত। বর্তমান কমিটি অকার্যকর। এই কমিটির মাধ্যমে নির্বাচন করা সম্ভব না। বর্তমান বায়রার কমিটি ভেঙে দিয়ে একজন প্রশাসকের মাধ্যমে নির্বাচন হোক।
বায়রার সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, অভিবাসন খাতের সংস্কার দরকার। এই খাতের সংস্কার জরুরি। এই খাতে যেন কোনো সিন্ডিকেট না  হয়, সেটার সংস্কার জরুরি। যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বায়রার কার্যনির্বাহী কমিটি হতে ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি এবং যুগ্ম মহাসচিবসহ ৯ জন পদত্যাগ করেছেন। কার্যনির্বাহী কমিটির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স