ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৮

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১০:০৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১০:০৯:৫৯ অপরাহ্ন
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৮
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের এক ঘটনায় চার পুলিশ ও দুই নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
শনিবার উত্তর ওয়াজিরিস্তান জেলার ইদক এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এক যৌথ চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।
কর্মকর্তারা জানান, ইদকের আসলাম চেকপয়েন্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল, তখন ওই হামলাকারী রিক্সায় করে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
এক কর্মকর্তা বলেন, চার পুলিশ সদস্য, দুই নিরাপত্তা কর্মকর্তা এবং দুই বেসামরিক নিহত হয়েছেন।
আহতদের প্রাথমিকভাবে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলেও পরে হেলিকপ্টার যোগে বান্নু জেলার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পাকিস্তানি গণমাধ্যম ডনকে পুলিশ জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘেরাও করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
গত দুই দিন ধরে খাইবার পাখতুনখওয়ার বিভিন্ন এলাকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এসব হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স