ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ। গত শনিবার পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়ে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ কমিয়ে আনা হয় ২৩ ওভারে। আগেই ১৭ ওভার খেলে ফেলেছিলো শ্রীলঙ্কা। বাকি থাকা ৬ ওভারে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা করেন ৬২ বলে ৫৬ রান। কুশল মেন্ডিস নিসাঙ্কার সমান রান করেন মাত্র ২২ বলে। আভিস্কা ফার্নান্দো করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ টি করে উইকেট পান রস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ড। ২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ওয়ানডে ম্যাচ রূপ নেয় ক্যারিবিয়ানদের প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আসিথা ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৬ রান করে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং। অন্য ওপেনার এভিন লুইস ব্যাট থাকে চালাতে থাকেন তাণ্ডব। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন শাই হোপ। ২৭ রানে শাই হোপ আউট হলে লুইস আর রাদারফোর্ড মিলে বাকি কাজ টা শেষ করেন। ৬১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ টি ছক্কা। শেরফানে রাদারফোর্ড ছিলেন ২৬ বলে ৫০ রানে অপরাজিত। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা। ম্যাচ সেরা হন এভিন লুইস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য