ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মদিন আজ কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:০৫ অপরাহ্ন
এভিন লুইসের ব্যাটে বড়ো ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
এভিন লুইসের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ক্যারিবিয়ানরা। এই জয়ে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙলো ওয়েস্ট ইন্ডিজ। গত শনিবার পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১ উইকেট হারিয়ে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ কমিয়ে আনা হয় ২৩ ওভারে। আগেই ১৭ ওভার খেলে ফেলেছিলো শ্রীলঙ্কা। বাকি থাকা ৬ ওভারে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা করেন ৬২ বলে ৫৬ রান। কুশল মেন্ডিস নিসাঙ্কার সমান রান করেন মাত্র ২২ বলে। আভিস্কা ফার্নান্দো করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ টি করে উইকেট পান রস্টন চেজ ও শেরফানে রাদারফোর্ড। ২৩ ওভারে ১৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ ওয়ানডে ম্যাচ রূপ নেয় ক্যারিবিয়ানদের প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আসিথা ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৬ রান করে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং। অন্য ওপেনার এভিন লুইস ব্যাট থাকে চালাতে থাকেন তাণ্ডব। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন শাই হোপ। ২৭ রানে শাই হোপ আউট হলে লুইস আর রাদারফোর্ড মিলে বাকি কাজ টা শেষ করেন। ৬১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন এভিন লুইস। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ টি ছক্কা। শেরফানে রাদারফোর্ড ছিলেন ২৬ বলে ৫০ রানে অপরাজিত। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৩ টি ছক্কা। ম্যাচ সেরা হন এভিন লুইস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য