নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশাটির আরোহী ছিলেন।
গতকাল শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি আফজাল হোসেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাতে ওসি আফজাল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও দ্ইু নারী যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়। খবর পেয়ে চাপা পড়া অটোরিকশাটি থেকে যাত্রীদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি আফজাল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
