ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

খুলনায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১১:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১১:৪৭:০৪ অপরাহ্ন
খুলনায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন
খুলনার খালিশপুর হাজি মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ (২৫) হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন ৫ জন। গতকাল মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক আ. ছালাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সৈকত (৩২), মেহেদী হাসান রাব্বি (২২), রওশন আনিজি অন্তু (৩৩), সাজ্জাদ হোসেন (২২), ইমদাদুল ইসলাম হৃদয় (২২), আরিফ (২৯), মো. মুন্না (২৩), রফিকুল হাসান শাওন (২৭), সাইফুল ইসলাম (২৬), মোস্তাক আহমেদ (২৭), মিঠাই হৃদয় (২৭), ফাইম (২২), রুবেল (২৫), মিজানুর রহমান (২৮), সবুজ (২৫), আরাফাত হোসেন (৩০), আশিকুর রহমান তুষার (২৬), রাব্বী ওরফে (২৬), ইয়াসির রাব্বী ওরফে নাটা জুয়েল (২৬), সাকিব শেখ (২৩) ও মুহিত মুনতাসির ইথুন (১৫)। খালাস পাওয়া ৫ জন হলেন- তুষার (২৪) রায়হান (২৩) নুরু হাওলাদার (৩৫), নাঈম (২৬) ও সালমান (২০)। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) রোমানা তানহা বলেন, খালিশপুরের আলোচিত কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলাটি গত ৭ মার্চ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। পরে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় ওই আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করেন। সেই আদালতে বিচারকার্য শেষ হলো। তিনি আরও বলেন, মামলার বিচার চলাকালে জীবনের নিরাপত্তার অভাববোধ করে মামলার বাদী ও নিহতের বাবা হাবিবুর রহমান শিকদার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপরও তিনি নিরাপত্তার অভাবে খুলনায় থাকতে পারেননি। গত চার বছর ধরে তিনি বরিশাল থেকে খুলনায় মামলার তারিখের দিন আসতেন ও চলে যেতেন। এর আগে আসামি অন্তু আর আরাফাত স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটিতে স্থান পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে। তাদের ভয়ে বাদী এলাকাছাড়া হন। বাদীর আইনজীবী স্বপন কুমার দাস বলেন, গতকাল মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ রায় ঘোষণা করা হয়। এ মামলায় ২৬ আসামির ১৬ জন কারাগারে ছিল। বাকিরা পলাতক। সাক্ষ্য দিয়েছেন ২৭ জন। মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। রোমহর্ষক খুনের ভিডিও রয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট রাত ৯টার দিকে এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক-সংলগ্ন ক্রিয়েটিভ কার্টস অ্যান্ড কফি হাউসের মধ্যে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খুন করে কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজকে। এ সময় তাকে বাঁচানোর জন্য তার দুই বন্ধু জোবায়ের ও রানা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ব্যাপারে নিহতের বাবা তৈয়্যেবা কলোনির বাসিন্দা ও মিল শ্রমিক মো. হাবিবুর রহমান ঘটনার পরের দিন বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। এ হত্যার ঘটনায় ২০২০ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ২৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৪ ডিসেম্বর ওই একই আদালতে চার্জশিটের ওপর শুনানি শেষে আদালত তা আমলে নিয়ে বিচার শুরু করেন। বিচার শেষে গতকাল মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট