ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নিজের ব্যস্ততা নিয়ে মন্তব্য করলেন কুদ্দুস বয়াতি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪২:৫১ অপরাহ্ন
নিজের ব্যস্ততা নিয়ে মন্তব্য করলেন কুদ্দুস বয়াতি
বিনোদন ডেস্ক
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বেশ রসিক মানুষ। তার স্বভাবসুলভ সেই রসিকতার ব্যাপারটি তিনি তুলে ধরছেন ভিডিওর মাধ্যমে। তা তিনি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে অনুরাগীদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন। কেউ কেউ বলছেন কুদ্দুস বয়াতি শখের বশেই এ ভিডিওগুলো তৈরি করছেন। কেউ বলছেন, আগের চেয়ে গানের কাজ কমে গেছে, তাই ভিডিও বানিয়ে আয়ের চেষ্টা করছেন। সম্প্রতি এ নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এখন কি নিয়ে ব্যস্ততা? জানতে চাইলে কুদ্দুস বয়াতি বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে গান-বাজনার কাজ নেই বললেই চলে। গ্রামের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর জন্য টিম আছে। আমার নিজের ইউটিউব চ্যানেল আছে। ভিডিওগুলো সেখানে প্রকাশ করি। পাশাপাশি ফেসবুকেও প্রকাশ করি। বাকি সময় নিজের মতো করে ঘোরাফেরা করি। বন্ধু-বান্ধদের সঙ্গে আড্ডা দেই। কোনো প্রোগ্রামের দাওয়াত পেলে ঢাকায় আসি’। ভিডিও তৈরি করে মাসে কত টাকা আয় করেন? জানতে চাইলে কুদ্দুস বয়াতি বলেন, ‘আয় হচ্ছে মোটামুটি। এতে যে টাকা আসে, তা দিয়ে চলতে পারি।’ তবে তিনি আয়ের নির্দিষ্ট পরিমাণ বলতে চাইলেন না। ভিডিওগুলো তিনি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও প্রকাশ করেন। তার নামে দুটি ভেরিফায়েড পেজ রয়েছে। ‘দুইটা পেজ আমি চালাই। তবে আমার নামে প্রায় ৫০টির মতো পেজ খোলা হয়েছে। আমি এগুলো সম্পর্কে কিছু জানি না। কারা চালায় তাও আমি জানি না।’ যোগ করেন কুদ্দুস বয়াতি। ভিডিও প্রকাশের পাশাপাশি কুদ্দুস বয়াতি তার ফেসবুকে পেজ থেকে মাঝে মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পোস্টও দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য