ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:২১:৩৮ অপরাহ্ন
শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন নিহত সোহানের মা সুফিয়া বেগম। আদালতের বিচারক আরোবিয়া খানম বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক নরসিংদী ১ ও ২ আসনের সদস্য নজরুল ইসলাম হিরু ও আনোয়ার আশরাফ খান দিলীপ, ঢাকা ১৪ ও ১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, মো. আব্দুল্লাহ। এ ছাড়া রামপুরা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমন ফরাজী, মাজেদুল হক ঝন্টু, আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, মো. রাকিবুল ইসলাম, মো. ওহিদুর, রাকিবুল আল মামুন,আব্দুল মান্নান, এনামুল হক, তারেক আল মামুন, মহিউদ্দিন আহমেদ, মশিয়ার রহমান, হুমায়ুন রশিদ মুহিত, মেহেদী হাসান জয়, মোহন লাল, সাইফুজ্জামান শিখর, খোরশেদ হক, মোবারক হক, আশরাফুল, গৌতম মজুমদার, নকুল চন্দ্র দাস, হোসেন মোল্লা, সালাম মিয়া, ইউসুফ আহমেদ জুয়েল, দুদু মিয়া মোল্লা, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, ছায়েদুল আরেফিন, রফিক চেয়ারম্যান, মান্নান চেয়ারম্যান, শহিদুল ইসলাম, হাজী আরিফ হোসেন, শেখ আফিল উদ্দিন ভূইয়া, শেখ বশির উদ্দিন ভূইয়া, আহমেদ কায়কাউস, শহিদ উল্লা খন্দকার, মোজাহারুল হক আক্রোঠ, মোসলেহ উদ্দিন, শামীম আকতার, ইকবাল, আশিষ কুমার দাস, সাব্বির মোল্লা। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরা থানাধীন সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। এরপর গত ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স