ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এ বছর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:১৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:১৯:২৬ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এ বছর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের নিয়ে হিমশিম খেতে হয়েছিল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে। এ বছরও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে হাসপাতালটিতে। ইতোমধ্যে রোগীতে ঠাসা এ হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবিটি সোমবার তোলা
অক্টোবরের ২১ দিনে মৃত্যু হয়েছে ৮৯ জনের; যা এ বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০৩৯ জন রোগী ভর্তি হয়েছে, যা নিয়ে এ বছর ভর্তি রোগী ৫০ হাজার ছাড়িয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে, যা নিয়ে এইডিস মশাবাহিত রোগে এ বছর প্রাণ গেছে মোট ২৫০ জনের। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।
অপরদিকে সবশেষ ভর্তি রোগীদের নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তির ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে, যা এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ।
এর আগে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
বছরওয়ারী হিসাবে ২০২৩ সালে ১৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল সোমবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০৩ জন, ঢাকা বিভাগে ২০০ জন, ময়মনসিংহে ৩১ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১০১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৭৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৮৫১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮১৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮১৬ জন; আর ২০০২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৯ হাজার ৩০৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৬১৫ জন।
অক্টোবরের প্রথম ২১ দিনে ১৯ হাজার ৯৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৮৯ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।
এর আগে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। আগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স