ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
উপজেলা পরিষদ নির্বাচন

ভোটার উপস্থিতি কম রাখার ছক কষছে বিএনপি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৫:৪১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৫:৪১:৪২ অপরাহ্ন
ভোটার উপস্থিতি কম রাখার ছক কষছে বিএনপি
বিএনপি যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে, সেহেতু দলটির এখন মূল লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটারদের উপস্থিতি কিভাবে কম রাখা যায় অর্থাৎ ভোট থেকে দূরে রাখা যায় সেই ব্যবস্থা করাউপজেলা নির্বাচনে সেভাবেই ছক কষছে বিএনপিবর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন থেকে দূরে থাকতে এবং নির্বাচনকে একতরফাকরতে প্রচারণা চালানোর জন্য দলের নেতাকর্মীদের জোরালো আহ্বানসহ  ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটিদলটির এই প্রচেষ্টার পরেও নিজের অনেক নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারছে নাবিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ যেভাবে সাধারণ নির্বাচন বয়কট করেছে, উপজেলা পরিষদ নির্বাচনেও তারা ভোট দিতে যাবে নাএ সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেইতিনি বলেন, তাদের দলের লোকজনও নির্বাচনে অংশ নেবে নাআমাদের দলের খুব কম লোকই নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে নাবাস্তবতা হলো তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেইদলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি যতটা সম্ভব কম রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপিতাদের পরিকল্পনার অংশ হিসেবে, আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার নির্বাচন বয়কটের বিষয়ে দলের হাইকমান্ডের নির্দেশনা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে একাধিক যৌথ সভা করে আসছে বিএনপির জেলা ও উপজেলা শাখাএ লক্ষ্যে দলটি জনগণের মধ্যে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে বলে বিএনপি সূত্রে জানা গেছেউপজেলা পরিষদ নির্বাচন বর্জন করতে জনগণকে উৎসাহিত করতে ইতোমধ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছেকম ভোটার নিশ্চিত করতে আমাদের তৃণমূল ইউনিট একই সাথে যৌথ সভা করছে, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেনবিএনপির পাবনা জেলা শাখার আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দলের মাত্র ২-৩ জন নেতা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন নাহাবিব আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের দলের বিভিন্ন ইউনিট, ফ্রন্ট ও সহযোগী সংগঠনের যৌথ সভা করেছি এবং এই সরকারের অধীনে নির্বাচন থেকে দূরে থাকতে এবং জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় কিছু নির্দেশনা দিয়েছিজনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন উল্লেখ করে তিনি দাবি করেন, শুধু তাদের দলের লোকই নয়, আওয়ামী লীগ নেতাসহ সর্বোচ্চ সংখ্যক মানুষও ভোট দিতে যাবেন নাগত ১৫ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত হয়এই সিদ্ধান্তের পর দলের হাইকমান্ড বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের দায়িত্ব দিয়ে দলের সম্ভাব্য প্রার্থীদেরকে নির্বাচন থেকে দূরে থাকার জন্য বোঝানোর নির্দেশ দিলেও তাদের প্রচেষ্টা পুরোপুরি ফলপ্রসূ হতে পারেনি দলের অনেক নেতাকর্মীদলীয় সিদ্ধান্তকে অমান্য করে এখনও প্রতিযোগিতায়অভ্যন্তরীণ সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ১৬ জন নেতা প্রথম ধাপের নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেনএর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একজন প্রার্থী ছিলেনদলটি ৭২ নেতাকে বহিষ্কার করেছে যারা শেষ পর্যন্ত প্রথম ধাপের ভোটের দৌড়ে রয়ে গেছেবহিষ্কৃত নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেনবিএনপি কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে বিএনপির ৬১ নেতার মধ্যে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেনএ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেনদ্বিতীয় ধাপে প্রত্যাহার করা ১২ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে আটজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেনদ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া ৬১ নেতাকে বিএনপি ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবেবিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করা ছাড়া বিকল্প নেইতবে নির্বাচনে অংশগ্রহণের কারণে নেতাদের বহিষ্কারের কারণে সাংগঠনিক ভিত্তি দুর্বল হতে পারে বলে মনে করছেন অনেকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স