সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ‘সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। অপ-সাংবাদিকতাকে রুখে দাঁড়ানো বস্তুনিষ্ঠ গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব। অপ-সাংবাদিকতা রুখতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য যখন যা প্রয়োজন করবেন বলেও জানান।
সংগঠনের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আজীজুল হক এরশাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি), সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সাংবাদিক সফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক এম শাজাহান সাজু, আরেফিন ও ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, শিশু সংগঠক মোস্তাক আহমেদ লিটন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সীমান্ত খোকন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- আপলোড সময় : ২০-১০-২০২৪ ১২:৩২:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১০-২০২৪ ১২:৩২:৪১ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ