ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

কাঠমান্ডুতে ঠান্ডা-গরমে নাকাল নারী ফুটবলাররা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১০:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১০:০৫:১৩ অপরাহ্ন
কাঠমান্ডুতে ঠান্ডা-গরমে নাকাল নারী ফুটবলাররা
স্পোর্টস ডেস্ক
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বৃহস্পতিবার, ভারত ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে। আগামীকাল বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। হাতে একদিন রয়েছে। বাংলাদেশি ফুটবলাররা এখনও নেপালের আবহওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। সর্দি- কাশি একআধটু ধরে বসেছে। বাংলাদেশ দলের নেপালী লিয়াজোর অফিসারও ঠান্ডায় হাঁচি দিচ্ছেন বিরক্তকরভাবে। বাংলাদেশ দল সুত্রে জানা গেছে শুধু বাংলাদেশ দলের ফুটবলারদের মধ্যেই নয়, ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের ফুটবলারদেরও নাকি একই অবস্থা। ঠান্ডায় কিছু হলেও সমস্যা হচ্ছে। রাতে শীত বাড়ছে। শীতের প্রকোপ বেড়ে যায় রাতে, আর দিনে গরম। নাকাল অবস্থা। ভোরে অনুশীলনে বেরিয়ে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। কান ঢেকে রাখতে হয়। ভারত প্রথম ম্যাচে বড় জয় পেয়ে যাওয়ায় সুবিধাজনক স্থানে চলে গেছে তারা। কারণ এই গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও বাংলাদেশ খেলবে। এখন পাকিস্তানকে বাঁচতে হলে বাংলাদেশের ওপর মরণ কামড় দিতে হবে। আর বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট পেতে হলে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। জিতলে আর কোনো সমীকরনে যেতে হবে না। পাকিস্তানের বিদায় হয়ে যাবে। পাকিস্তান বড় ব্যবধানে হারলেও ভারতকে নাকানি চুবানি দিয়েছে। ৩-০ গোলে পিছিয়ে থাকা পাকিস্তান জোড়া গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ভারতীয় অভিজ্ঞ ফুটবলারদের কাছে শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি। প্রথম ম্যাচে অনেক দলই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারে না। দ্বিতীয় ম্যাচে চেহারা বদলে যায়। সেই আশায় উড়িয়ে দেওয়ার সুযোগ দেখছেন না বাংলাদেশের কোচিং স্টাফ। তারা ম্যাচটা দশরথের গ্যালারিতে বসে দেখেছেন। ম্যাচের প্রয়োজনীয় তথ্য টুকে নিয়েছেন সাবিনাদের ইংলিশ কোচ জেমস পিটার বাটলার। পাকিস্তানি ফুটবলারদের শারীরিক উচ্চতাও বেশ ভালো। বাংলাদেশের ফুটবলারদের চেয়ে ভালো। সবই ঠিক আছে, তবে দলের ম্যানেজার অনন্য জানিয়েছেন তারা পাকিস্তানের বিপক্ষে জেতার লক্ষ্য নিয়েই নামছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য